DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ৩রা মে ২০২৪
ঢাকাশুক্রবার ৩রা মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

Abdullah
জুলাই ১৭, ২০২৩ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

 

ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরে কুদ্দুস শেখ নামে একজন কৃষককে হত্যার দায়ে ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন ইমদাদুল শেখ (৩০), মিরাজ শেখ (১৮), এরশাদ সিকদার (২০) ও জব্বার সিকদার (৩৫)। এছাড়াও আসামিদের ২০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরও ৪ মাসের কারাদণ্ড এবং
মামলায় আরেক আসামিকে দুই বছর কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডসহ অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

একইসাথে মামলার অপর দুই আসামি মৃত্যুবরণ করায় মামলা থেকে অব্যাহতি দেওয়া দিয়েছেন আদালত।
রোববার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন। দুই বছর সাজাপ্রাপ্ত আসামি হলেন- ইলিয়াস শেখ (২৩)। রায় প্রদানের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৯ ফেব্রুয়ারি ফরিদপুরের বোয়ালমারীর কুন্ডু রামদিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে কুদ্দুস শেখকে কুপিয়ে আহত করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় নিহতের ছেলে জাকির হোসেন বাদি হয়ে বোয়ালমারী থানায় সাত জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। পরে দীর্ঘ শুনানি শেষ এ রায় প্রদান করে আদালত।

ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের এপিপি অ্যাডভোকেট নবাব আলী মৃধা জানান, ২০০৯ সালের ৯ ফেব্রুয়ারি ফরিদপুরের বোয়ালমারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আসামিরা কৃষক আব্দুল কুদ্দুসসহ তার পরিবারের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ ঘটনায় আহত কৃষক আব্দুল কুদ্দুস চিকিৎসাধীন অবস্থায় একটি হাসপাতালে মারা যান। এ ঘটনায় একটি হত্যা মামলা রুজ্জ করার পর দীর্ঘ এক যুগ পর আদালত এ রায় দেন।  আদালতের রায়ে বাদীপক্ষ ন্যায় বিচার পাওয়ার পাশাপাশি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে রায়ের প্রতি শ্রদ্ধাশীল মন্তব্য করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪