DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১১ই মে ২০২৪
ঢাকাশনিবার ১১ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ফেসবুক পোষ্টে সাতক্ষীরার দূই এমপিকে হত্যার হুমকি- অবশেষে গ্রেফতার।

DoinikAstha
আগস্ট ১১, ২০২১ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

ফেসবুক পোষ্টে সাতক্ষীরার দূই এমপিকে হত্যার হুমকি- অবশেষে গ্রেফতার।

সোহরাব হোসেন, স্টাফ রিপোর্টার- সাতক্ষীরার দুই এমপিকে ফেসবুক পোস্টে হত্যার হুমকি প্রদানের অভিযোগে পিতা-পুত্রকে আটক করা হয়েছে। দেবহাটা উপজেলার বেলেডাঙ্গা গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এই সময় তাদের কাছ থেকে কয়েকটি মোবাইল ও বিপুল পরিমাণ সিম কাডসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রেমের মনিরুল ইসলাম (৪৫) ও তার ছেলে নুরুল ইসলাম (২১) । মনিরুল ইসলাম স্থানীয় মসজিদের ইমাম।

আফম রুহুল হক

মীর মোস্তাক আহমেদ রবি

আটকের পর বুধবার দুপুরে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন উল্লেখ্য(৮ আগস্ট) রবিবার দুপুরে একটি নতুন ফেসবুক আইডি খুলে এ হুমকি দেওয়া হয়েছে। ‘আজরায়ি জান নেই’ নামক ফেসবুক আইডি থেকে এমপি ডা. আ.ফ.ম রুহুল হক ও এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ছবি পোস্ট করে তাদের দুইজনের মাথা কেটে দিতে পারলে কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হয়। পরবর্তীতে ‘কালিমা মা’ নামের ফেসবুক আইডি থেকে একই হুমকি দেওয়া হয়।

বিষয়টি নিয়ে জেলা প্রশাসন সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসক মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির ভার্চুয়াল সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। বিষয়টি নিয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের এমপি ডা. আ.ফ.ম রুহুল হক ও এমপি রবির পক্ষ থেকেও পৃথকভাবে পুলিশকে বিষয়টি জানানো হয়েছিলো। সোমবার (৯ আগস্ট) জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি খতিয়ে দেখার জন্য পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮