DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১৮ই মে ২০২৪
ঢাকাশনিবার ১৮ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পন করলেন এস. এম আতাউল হক

শাহাজান ইসলাম
নভেম্বর ২৯, ২০২৩ ১২:০১ পূর্বাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা ৪ শ্যামনগর কালীগঞ্জ আংশিক আসনের নৌকার মনোনয়ন পেয়েছেন এস. এম. আতাউল হক । আওয়ামী লীগের দলীয় নমিনেশন পাওয়ার পরবর্তীতে নেতাকর্মীদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

উল্লেখ্য যে, ৩০০ আসনের দলীয় নমিনেশন প্রকাশের পর তিনিই প্রথম বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। বিষয়টা নিশ্চিত করেন বঙ্গবন্ধু সমাধিসৌধ কতৃপক্ষ।

আজ ২৮ই নভেম্বর মঙ্গলবার সকাল ৯ টার সময়ে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পনের উদ্দেশ্যে সমাধিসৌধ মেইন গেট দিয়ে প্রবেশ করে সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পন, দোয়া ও জাতির পিতার জন্য মোনাজাত করেন । তার সাথে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের (সাবেক এমপি) সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক,ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আতরজান মহিলা মহা বিদ্যালয়ের প্রিন্সিপল সহ শিক্ষকবৃন্দ, শ্যামনগর একে ফজলুল হক প্রিন্সিপল কলেজের প্রিন্সিপল সহ শিক্ষকবৃন্দ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ে অধ্যয়নরত সাতক্ষীরার স্টুডেন্ট ও নেতাকর্মীরা।

সাতক্ষীরা ৪ আাসনের নৌকার মনোনয়ন পেয়ে এস.এম আতাউল হক বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে আওয়ামী আওয়ামী লীগের নমিনেশন দিয়েছেন। নমিশন পাওয়া পাওয়ায় আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারবো না। মাজার জিয়ারত করতে এসে আমি আবির্ভূত হয়েছি যে এই প্রথম ৩০০ আসনের প্রার্থী তালিকার মধ্য আমি প্রথম বঙ্গবন্ধু সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেছি। আল্লাহ রাব্বুল আলামীন আমাকে কবুল করুন আমি যেন আবারও জনগনের রায় নিয়ে যেন বঙ্গবন্ধু সমাধিতে দিতে এসে আবারো ফুল দিতে পারি এই প্রত্যাশা ব্যর্থ করছি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জনভোটে নির্বাচিত হলে প্রধানমন্ত্রীর কাছে তার প্রথম ও প্র্রধান চাওয়া ও তার লক্ষ হবে নির্বাচনী এলাকায় বেড়ীবাঁধ ও সুপেয় পানির ব্যাবস্থা করা। শ্যামনগর বাংলাদেশে সর্বদক্ষিনের উপজেলা এবং ডাঙ্গায় বাঘ ও জলে কুমিরের সাথে লড়াই তারা প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে সবকিছু লন্ডভন্ড হয়ে যায়।

আরো পড়ুন :  চৌধুরী কামরুল হাসানের দিনভর গণসংযোগ ও নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

সেজন্য টেকসই বেড়িবাঁধ ও সুপেয় খাবার পানির ব্যাবস্থা করাটাই তার প্রথম ও প্রধান লক্ষ। তিনি আরও বলেন আমার নির্বাচনী এলাকার বিগত দিনে যিনি সংসদ সদস্য ছিলেন তিনি সহ আমরা যারা নমিনেশন চেয়েছিালম তাদের সবার সাথে পৃথক পৃথক ভাবে আমার আলোচনা হয়েছে তারা শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসাবে আমার সাথে নৌকার পক্ষ নিয়ে কাজ করতে চায়। আমি আশা করবো উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে ঐক্যবদ্ধ প্রচেষ্ঠা ছাড়া সেভাবে সুফল বয়ে আনা সম্ভব না । আশা করি সবাইকে ঐক্যবদ্ধ রেখে সুফল বয়ে আনবো ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫০
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৭
  • ৮:০০
  • ৫:১৬