DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২রা মে ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২রা মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বাউফলে এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

Abdullah
আগস্ট ২০, ২০২৩ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বাউফলে এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

 

মোঃ রবিউল/বাউফল প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফল সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে মোসা. বুশরা (১৮) নামের এক উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থী’কে বহিষ্কার করা হয়েছে। রবিবার (২০ আগস্ট) বাংলা ২য় পত্র পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, মোসা. বুশরা পরীক্ষা নীতিমালা উপেক্ষা করে পরীক্ষা কেন্দ্রে স্মার্টফোন ব্যবহার করার সময় হল পরিদর্শক মোঃ নাজমুল কবিরের নজরে পড়েন। পরবর্তীতে তার ফোনের গ্যালারি চেক করলে কিছু প্রশ্নের উত্তরের ছবি পাওয়া যায়। এই অপরাধে তাকে বহিষ্কারের জন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে সুপারিশ করেন হল পরিদর্শক মোঃ নাজমুল কবির। অপরাধের সত্যতার প্রমাণ পেয়ে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কলেজ অধ্যক্ষ আবুল বশার তালুকদার পরীক্ষার্থী মোসা. বুশরাকে বহিষ্কার করেন। এই পরীক্ষার্থী এ বছর আগামী পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে পারবেন না। আগামী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কিনা সে বিষয়েও আশঙ্কা দেখা দিয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বশার তালুকদার বলেন, ‘পরীক্ষা চলাকালে স্মার্টফোনের মাধ্যমে নকল করার অপরাধে তাকে বহিষ্কার করা হয়েছে।’ আগামী বছর এই শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন? এমন প্রশ্নের জবাবে তিঁনি বলেন, ‘এবিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিবে বোর্ড। মিটিং এর মাধ্যমে অপরাধের ধরন বুঝে বোর্ড এক বছর, দুই বছর অথবা আজীবন পরীক্ষায় অংশগ্রহণ না করতে দেয়ার শাস্তি দিতে পারে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪