DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১৮ই মে ২০২৪
ঢাকাশনিবার ১৮ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বাউফলে বিদ্যালয়ের খেলার মাঠে নষ্ট করে কৃষি কাজ

Abdullah
আগস্ট ১০, ২০২৩ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বাউফলে বিদ্যালয়ের খেলার মাঠে নষ্ট করে কৃষি কাজ

 

মোঃ রবিউল/বাউফল প্রতিনিধিঃ

বিদ্যালয়ে শিক্ষার্থীদের খেলার জন্য উন্মুক্ত মাঠে চলছে কৃষি কাজ। কৃষি কাজের উপযোগী করতে খেলার মাঠে চালানো হয়েছে ট্রাক্টর। ট্রাক্টর চালিয়ে বীজতলা তৈরী করে নষ্ট করা হয়েছে উন্মুক্ত খেলার মাঠ। পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের সুফিয়া খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ঘটছে এঘটনা।

 

বুধবার (৯আগস্ট) এই বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চলাকালেই মাঠে ট্রাক্টর চালিয়ে বীজতলা তৈরি করা হয়েছে৷ এসময় ট্রাক্টরের শব্দে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যহত হয়েছে৷ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠেছে। ব্যক্তিগত সুবিধার জন্য শিক্ষার্থীদের খেলার মাঠ নষ্ট হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সমালোচনার মুখে আজ বৃহস্পতিবার কাজ বন্ধ করা হয়েছে।

 

একাধিক অভিভাবক বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মেধা বিকাশে সহযোগিতা করে। বিরতির সময়ে শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করে সময় কাটাতো। ছুটির সময়েও অনেক শিক্ষার্থী মাঠে খেলাধুলা করতো। কিন্তু এখন আর খেলাধুলার সে সুযোগ নেই।

 

স্থানীয় বাসিন্দা প্রবাসী মোঃ সোহাগ হোসেন বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক শারিরীক মান উন্নয়ন করে। তাই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য খেলার মাঠ আছে। বিদ্যালয়ের খেলার মাঠে চাষাবাদ করার কোনো বিধান নেই। এঘটনা অত্যন্ত নিন্দনীয়।

 

অভিযোগ অস্বীকার করে সুফিয়া খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিদাস পাইন বলেন, কৃষি কাজের জন্য ট্রাক্টর ব্যবহার করা হয়নি। উঁচু নিচু মাঠ সমতল করার জন্য ট্রাক্টর ব্যবহার করা হচ্ছে।

 

এ বিষয়ে বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশীর গাজী বলেন, ‘বিদ্যালয়ের মাঠ খেলার জন্য শিক্ষার্থীদের জন্য উম্মুক্ত থাকবে। অভিযোগের সত্যতা পেলে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫০
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৭
  • ৮:০০
  • ৫:১৬