DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১৮ই মে ২০২৪
ঢাকাশনিবার ১৮ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বিদেশে পলায়ন কালে ৬ মামলায় সাজাসহ ৯ মামলার আসামি আটক

Abdullah
জুন ২৪, ২০২৩ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বিদেশে পলায়ন কালে ৬ মামলায় সাজাসহ ৯ মামলার আসামি আটক

রাঙামাটি প্রতিনিধিঃ

অভিনব পন্থায় বিদেশে পাড়ি জমানোর সময় একাধিক পাসপোর্টধারী ৬ টি সাজাসহ ৯ টি মামলায় পরোয়ানাভুক্ত এক ব্যক্তিকে ঢাকা বিমান বন্দর থেকে পুলিশ আটক করেছে। তার নাম ইয়াকুব হোসাইন মাসুদ (৩৮)।

 

রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, একাধিক পাসপোর্টধারী ৬টি সিআর মামলায় বিভিন্ন মেয়াদে সাজাসহ ৯ টি সিআর মামলায় পরোয়ানাভুক্ত আসামি ইয়াকুব হোসাইন মাসুদকে বিদেশে পাড়ি দেওয়া সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে। সে রাঙামাটি শহরের ভেদভেদি মুসলিম পাড়া এলাকার আবু ইউসুফ’র ছেলে।

 

আটক ব্যক্তি প্রতারনার মাধ্যমে ঢাকায় একাধিক ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। যার প্রেক্ষিতে ভুক্তভোগীরা তার বিরুদ্ধে বিভিন্ন আদালতে চেক জালিয়াতির একাধিক মামলা রাজু করে। আদালত এ পর্যন্ত ৬ টি মামলায় সাজাসহ গ্রেফতারী পরোয়ানা জারি করেছে। গ্রেফতার এড়াতে সে ১০ বছর আগে মধ্যপ্রাচ্যের দেশ দুবাই চলে যায়। একাধিক পাসপোর্ট ব্যবহার করে দেশে আসা-যাওয়াও করতে থাকে। দেশে এসেও বারবার ঠিকানা বদল করে। তার ব্যবহৃত পাসপোর্ট তিনটি।

 

কোতয়ালী থানার ওসি মোহাম্মা আরিফুল আমিন জানান, রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ’র তত্বাবধানে তথ্য প্রযুক্তি এবং জেলা সাইবার ইউনিটের সহায়তায় তিনটি পাসপোর্ট নাম্বার, জাতীয় পরিচয় পত্র, জন্মনিবন্ধন কপি সংগ্রহ করে তাকে গ্রেফতার করার লক্ষে পুলিশের একটি বিশেষ টীম অভিযানে নামেন। এই টীম গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশে পাড়ি জমানোর চেষ্টাকালে আটকে সক্ষম হয়। শহরের ভেদভেদি এলাকার বাসিন্দা এ ব্যক্তি প্রতারণাসহ বিভিন্ন ধরনের অপরাধে ৯ টি সিআর মামলার ৬টিতে বিভিন্ন মেয়াদে সাজা ও ৩ টি সিআর মামলায় পরোয়ানাভুক্ত হয়ে পলাতক ছিলো। তিনটি পাসপোর্টধারী এ ব্যক্তি দীর্ঘদিন ধরে বিদেশে ছিলেন। একাধিকবার আসা-যাওয়া করলেও ভিন্ন ভিন্ন পাসপোর্ট হওয়ায় তাকে পুলিশ আটক করতে ব্যর্থ হয়। সপরিবারে শুক্রবার বিদেশে পাড়ি জমানোর সময় তার আর শেষ রক্ষা হলো না।

আরো পড়ুন :  বাজিতপুরে ৭১০লিটার চৌলাই মদসহ আটক ১

 

তিনি আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে দীর্ঘদিন নজরদারিতে রেখে শুক্রবার সকালে আটক করতে সক্ষম হয়। বিমানবন্দর থানা পুলিশের সহায়তায় আটকের পর শুক্রবার রাতেই তাকে ঢাকা থেকে রাঙামাটি কোতয়ালী থানায় নিয়ে আসে। শনিবার (২৪ জুন) দুপুরে তাকে আাদলতে তোলা হলে, বিজ্ঞ আদালত তাকে জেলে প্রেরণ করেন।

মুহাম্মদ ইলিয়াস
২৪-০৬-২০২০২৩/রাঙামাটি-০১৭৩৯৩৫৪১৬১

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫০
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৭
  • ৮:০০
  • ৫:১৬