DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৬শে এপ্রিল ২০২৪
ঢাকাশুক্রবার ২৬শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ব্যাট করছে বাংলাদেশ

DoinikAstha
জানুয়ারি ২৫, ২০২১ ৬:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্কঃ

সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে উইন্ডিজের বিপক্ষে টসে হেরে ব্যাটি করছে বাংলাদেশ। হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়েই আজ মাঠে নামছে টাইগাররা।আজ সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি সকাল সাড়ে ১১টায় শুরু হয়েছে।এর আগে চট্টলায় গত শনিবার সকালে অনুশীলন করেছেন সাকিব-তামিমরা।

স্ট্রেচিং-রানিংয়ের পর নিজেদের স্কিল ঝালিয়ে নিয়েছেন লাল-সবুজের ক্রিকেটাররা। দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে অনেকটা নির্ভার বাংলাদেশ। চট্টগ্রামের উইকেট মাথায় রেখে খেলানো হতে পারে বাড়তি একজন স্পিনার। সেক্ষেত্রে সুযোগ পেতে পারেন তাইজুল।

অনুশীলন করেছে উইন্ডিজ ক্রিকেটাররাও। সিরিজ হারলেও শেষ ম্যাচে হোয়াইটওয়াশ লজ্জা এড়াতে মরিয়া জেসন মোহাম্মদের দল। শেষ ম্যাচে জয় পেলে ওয়ার্ল্ড কাপ সুপার লিগ টেবিলে ৩০ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডকে টপকে ২ নম্বরে উঠে আসবে টাইগাররা।

বাংলাদেশ দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজ দল
সুনীল অ্যামব্রিস, জেসন মোহাম্মেদ (অধিনায়ক), কাইল মায়ের্স, রুমাহ বোনার, রভম্যান পাওয়েল, রেমন রেইফার, আলঝারি জোসেফ, আকিয়াল হোসেইন ও কিওর্ন ওটলে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ৪:৩১
  • ৬:২৮
  • ৭:৪৭
  • ৫:২৮