DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ৩রা মে ২০২৪
ঢাকাশুক্রবার ৩রা মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে ৬ ঘন্টার মধ্যে ছিনতাইকারী আটক স্বস্তি জনমনে

News Editor
ডিসেম্বর ৩১, ২০২০ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

পূর্ণিমা হোসাইন, ভৈরব প্রতিনিধি: ভৈরবে ৬ ঘন্টার মধ্যে ছিনতাইকারী আটক স্বস্তি জনমনে। গত কয়েক বছরে প্রায় শতভাগ ছিনতাইয়ের ঘটনা ঘটলেও এর কোনো আইনি ব্যবস্থা হয়নি। গত ২৮ ডিসেম্বর রাতে ভৈরব উপজেলার ঢাকা -সিলেট মহাসড়কে দুর্জয় মোড় এলাকায় এহসানুল হক (২২) নামে এক কয়লা শ্রমিককে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা।

২৫০ বোতল ফেনসিডিল ও ১টি মোটরবাইকসহ ১ জনকে আটক করেছে ভৈরব পুলিশ

সাথে আহত হয় এহসানুল হকের চাচা আজিজুল হক। কয়লা শ্রমিক এহসানুল হক (২২) কে আহত অবস্থায় তার চাচা আজিজুল হক ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। নিহত এহসানুল হক সুনামগঞ্জের বাটগাও গ্রামের হিরু মিয়ার ছেলে।ঘটনার দিন রাতে এহসানুল হক ও তার চাচা আজিজুল হক বড়িতে যাওয়ার জন্য রওনা হয়।পরে রাস্তায় ২ জন ছিনতাইকারী তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং তাদের সাথে থাকা টাকা ও মোবাইল নিয়ে যায়।

এই ঘটনায় পর দিন ভৈরবের সকল কয়লা শ্রমিক আন্দোলন করে এবং ভৈরব থানায় অবস্থান করে বিক্ষোভ করে। ৩০ ডিসেম্বর বুধবার এহসানুল হকের হত্যার মামলা করা হলে ৬ ঘন্টার মধ্যে ছিনতাইকারী ইমনকে আটক করে ভৈরব থানা পুলিশ।ছিনতাইকারী ইমন বাড়ি ভৈরবেই। এ বিষয়ে পুলিশ জানায়, সাথে থাকা বাকি ছিনতাইকারীদের ধরার চেষ্টা করছি আমরা।

আরো পড়ুন

বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটি ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটি” বিইউজেএস-এর ত্রি-বার্ষিক জাতীয় কাউন্সিল ২০২০ অনুষ্ঠিত হয়। ৩১ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৩টায় রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের ভিআইপি কনফারেন্স হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক এম এ মমিন আনসারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নুর ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামিমা নেওয়াজ নিশি ( নির্বাহী পরিচালক, বাংলাদেশ ক্রেতা ও ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশন)।

আরো পড়ুন :  অর্থ আত্মসাৎ মামলায় জামিন পেয়েছেন ড. ইউনূস

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মোঃ হেলাল চৌধুরী। অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সদস্য সচিব বিএম আশিক হাসান।

বিইউজেএস-এর ১১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উক্ত অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা -উপজেলা থেকে আগত সংগঠনের সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে দাবি উত্থাপন করেন এবং সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলার চার সাংবাদিককে পদ ঘোষণা করা হয়। তাদের মধ্যে-
সাংবাদিক কাঞ্চন সিকদার- ভাইস চেয়ারম্যান, সাংবাদিক মো: খাইরুল ইসলাম- সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক জুবায়ের হোসেন খান- প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাংবাদিক হুমায়ুন কবির- সহ-দপ্তর সম্পাদক হিসেবে তিন বছরের জন্য পদোন্নতি দেওয়া হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪