DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ৮ই মে ২০২৪
ঢাকাবুধবার ৮ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় মাদরাসা ছাত্র হাসিবুল ইসলাম হত্যার ১২ দিনেও গ্রেফতার হয়নি কোন আসামি

Doinik Astha
আগস্ট ৫, ২০২২ ১২:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

আফসানা রিমা, মাগুরা প্রতিনিধিঃ  মাগুরার মহম্মদপুরের চরঝামা গ্রামে নবম শ্রেণির মাদ্রাসা ছাত্র হাসিবুল ইসলাম হত্যাকান্ডের আজ ১২ তম দিন অতিবাহিত হলেও আসামিরা এখনও ধরা ছোয়ার বাইরে।

গত ২৩ জুলাই সন্ধ্যা পৌনে সাতটায় হাসিবুল ইসলামকে প্রতিপক্ষ মাসুদুর রহমানের সমর্থকরা সড়কি দিয়ে কুপিয়ে হত্যা করে। সে ওই গ্রামের মৃত: সায়েখ মুন্সীর ছেলে এবং পার্শ্ববর্তী ঝামা বরকাতুল উলুম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। ঘটনার পর পুলিশ এখনও পর্যন্ত একজন আসামিকেও গ্রেফতার করতে পারেনি।

উপজেলার চরঝামা গ্রামের বিএনপি ঘরানার স্থানীয় মাসুদুর রহমান এবং গ্রাম্য মাতুব্বর আবু তালেবের সমর্থকদের মধ্যে বিরাজমান দ্বন্দ্বের জেরে নির্দোষ মাদ্রাসা ছাত্র হাসিবুল ইসলামকে খুন করা হয়। মাসুদুর রহমানের সমর্থকরা তাকে সড়কি দিয়ে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের বড় ভাই আমানত মুন্সী বাদী হয়ে গত ২৬ জুলাই বিকালে ৬৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন। জ্ঞাত ৪৭ জন এবং অজ্ঞাত আরও ২০ জনসহ মোট ৬৭ জনকে এ মামলায় আসামি করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ২০ ব্যক্তিকে আসামি করায় পুরুষ শূন্য হয়েছে পড়েছে  শতাধিক পরিবার। মহম্মদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: আশরাফুল ইসলাম বলেন, ‘গ্রেফতারের জন্য বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েও আসামিদের কাউকে পাওয়া যায় নি। তবে তাদেরকে ধরতে নতুন কৌশলে এগুচ্ছি আমরা।’

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১