DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৬শে এপ্রিল ২০২৪
ঢাকাশুক্রবার ২৬শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে জেলা প্রশাসনের পক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ

DoinikAstha
মার্চ ১৭, ২০২১ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

এস.এম জামাল উদ্দিন শামীম, ময়মনসিংহ : ময়মনসিংহ জেলায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। দিবসটি উদযাপন উপলক্ষ্যে ১৭ই মার্চ সকাল ৯টায় “ময়মনসিংহে বঙ্গবন্ধু” ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এবং কালেক্টরেটের সকল কর্মকর্তা কর্মচারিবৃন্দ। এছাড়াও বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা, কর্মচারী ও সদস্যরা স্বতঃস্ফুর্তভাবে এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

 

জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে-সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারী ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। প্রথমবারের মত জাতীয় দিবস হিসেবে উদযাপন উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা প্রশাসন ময়মনসিংহ কর্তৃক পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এনামুল হক,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা।

 

সকাল ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এই পুষ্পার্ঘ নিবেদনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ৪:৩১
  • ৬:২৮
  • ৭:৪৭
  • ৫:২৮