DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১৮ই মে ২০২৪
ঢাকাশনিবার ১৮ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটির কাপ্তাইয়ে সিএনজি পুড়ে দিল সন্ত্রাসীরা

Abdullah
জুন ১৬, ২০২৩ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

রাঙামাটির কাপ্তাইয়ে সিএনজি পুড়ে দিল সন্ত্রাসীরা

 

রাঙামাটি প্রতিনিধিঃ

জেলার কাপ্তাই কুকিমারা এলাকায় বৃহস্পতিবার দিনগত রাতে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীরা একটি সিএনজি অটোরিকশা পুড়ে দিয়েছে। এক সপ্তাহের ব্যবধানে রাঙামাটিতে এটি দ্বিতীয় ঘটনা।

 

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার বড়ইছড়ি-ঘাগড়া সড়কের কুকিমারা নামক এলাকায় পাহাড়ি সন্ত্রাসীরা চট্টগ্রাম থ-৭৪৯৯ নাম্বারের অটোরিকশাটি থামাতে বলে। ড্রাইভার অটোরিকশা থামানোর সাথে সাথে সেটিতে আগুন লাগিয়ে দেয়। বৃহস্পতিবার রাত প্রায় সোয়া ৮টায় এ ঘটনার খবর পেয়ে কাপ্তাই থানার ওসি মো: জসীম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস তাৎক্ষনিক লঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্রাসীরা সটকে পড়ে।

 

বড়ইছড়ি সিএনজি সমিতির সাধারণ সম্পাদক আবুল হাসেম বলেন, খবর পেয়ে সমিতির লোকজনকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি, পোড়া সিএনজি রাস্তার পাশে পড়ে রয়েছে। নাম্বার দেখে জানতে পারি, পুড়িয়ে দেয়া সিএনজিটি রাঙ্গুনিয়া লিচুবাগান সমিতির মো: আলম প্রকাশ রকি ড্রাইভারের। কে বা কারা সিএনজিতে আগুন দিয়েছে সেটা তাৎক্ষনিক জানি না।

 

দগ্ধ সিএনজির চালক রকি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পরে লিচুবাগান থেকে ২ জন পাহাড়ি যাত্রী নিয়ে বড়ইছড়ি বাজারে পৌঁছালে তারা আমাকে অস্ত্রের মুখে
ঘটনাস্থল কুকিমারা নিয়ে যায়। সেখানে আগে থেকে আরও ৩ জন সন্ত্রাসী অপেক্ষায় ছিল। তারা আমার মোবাইল ও টাকা কেড়ে নিয়ে সিএনজিতে আগুন লাগিয়ে দেয়। আমি অন্য একটি সিএনজি যোগে পালিয়ে এসে প্রানে রক্ষা পাই।

 

ঘটনার সংবাদ পেয়ে রাতে ঘটনাস্থলে পুলিশের একটি টীম নিয়ে ছুটে যান কাপ্তাই থানার ওসি মো: জসিম উদ্দিন। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে পৌছে দেখি, সিএনজিটি তখনো জ্বলছিলো। আমরা আগুন নেভালেও অটোরিকশাটি পুড়ে যায়। পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসীরা এ ঘটনা করেছে বলে জানতে পারি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

 

উল্লেখ্য গত শুক্রবার রাতে রাঙামাটি সদর উপজেলার সাপছড়িতেও সন্ত্রাসীরা রাঙামাটি থ-১১-০৫৯৮ নাম্বারের সিএনজি অটোরিকশা জ্বালিয়ে দিয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দু’টি সিএনজি অটোরিকশা পুড়িয়ে দেয়ায় স্থানীয় সিএনজি চালকারা আতঙ্কিত হয়ে পড়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫০
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৭
  • ৮:০০
  • ৫:১৬