DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২রা মে ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২রা মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

রোয়াংছড়ি কলেজে প্রথমবারে এইচএসসি পরীক্ষা ১৩২জন শিক্ষার্থী

Abdullah
আগস্ট ২৭, ২০২৩ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

রোয়াংছড়ি কলেজে প্রথমবারে এইচএসসি পরীক্ষা ১৩২জন শিক্ষার্থী

 

হ্লাছোহ্রী মারমা/রোয়াংছড়ি প্রতিনিধিঃ

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রাম এর অনুমোদন পাওয়ার পর এই প্রথমবারের মত বান্দরবান জেলার রোয়াংছড়ি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা/২৩ এ অংশ গ্রহণ করেছে ১শ ৩২ জন শিক্ষার্থী।

আজ রবিবার (২৭ আগষ্ট) সকাল ১০ টায় রোয়াংছড়ি কলেজের এইচএসসি পরীক্ষা অংশ গ্রহণ করছেন।

কলেজ কতৃপক্ষের তথ্য অনুযায়ী, মানবিক বিভাগে ৯৮জন, ব্যবসায় শিক্ষা ১৫ জন, অনিয়মিত মানবিক বিভাগে শিক্ষার্থী ১৯জন শিক্ষার্থী।

রোয়াংছড়ি কলেজের অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা জেরী রোয়াল থাং লিয়ান বুইতিং বলেন, পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ও জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা এর প্রচেষ্টায় রোয়াংছড়ি কলেজ ২৯৬ এর এইচএসসি পরীক্ষা কেন্দ্র পেয়েছেন। কলেজের এইচএসসি পরীক্ষা/২৩ এ ১৩২ জন পরীক্ষার্থীরা শতভাগ সাফল্য অর্জন করবেন।

রোয়াংছড়ি কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও আওয়ামী লীগ সরকারে ক্ষমতার আমলে সকল প্রচেষ্টায় নতুন এইচএসসি পরীক্ষা কেন্দ্র পেয়েছেন এখন কলেজ জাতীয়করনে বাকি আছে। আগামীতে এ সরকার থাকলে সকল কাজে সাফল্য হবে তিনি আশা প্রকাশ করেন।

প্রসঙ্গত, ২০২২ সালে প্রথমবারের মতো রোয়াংছড়ি কলেজ থেকে এইচ.এস.সি পরীক্ষার ৯২.৪২ শতাংশ পাস করছে। এর আগের বছর ২০২১ সালের এইচ.এস.সি পরীক্ষার্থীর হিসেবে রোয়াংছড়ি কলেজ থেকে গিয়ে রুমা সরকারি সাঙ্গু কলেজে ৬৫জন শিক্ষার্থীর অংশগ্রহণ করেন। ৬৬জন শিক্ষার্থীদের মধ্যে ৬৫জন শিক্ষার্থী পরীক্ষা অংশ নিয়ে ৬০ পাস করেন এবং বাকি ৫জন শিক্ষার্থীর অকৃতকার্য ও১জন অনুপস্থিত ছিলেন। প্রথমবারের মত রোয়াংছড়ি কলেজ নামে এইচ.এস.সি পরীক্ষা অংশগ্রহণ করতে পেয়ে পরীক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪