DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১৮ই মে ২০২৪
ঢাকাশনিবার ১৮ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

শান্তিপূর্ণ ‍উপায়ে ক্ষমতা হস্তান্তরে অস্বীকারঃ ট্রাম্প

News Editor
সেপ্টেম্বর ২৪, ২০২০ ১২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বুধবার (২৩ সেপ্টেম্বর) হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে নভেম্বরের নির্বাচনে হেরে যাওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি এড়িয়ে গিয়ে ব্যালট বাক্সে ভোট দেয়া নিয়ে সমালোচনা করেন ট্রাম্প। একইসাথে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেলে শান্তিপূর্ণ ‍উপায়ে ক্ষমতা হস্তান্তরে অস্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প।

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে ২০২০ সালে নানাধরনের বাকবিতণ্ডা, নানা অভিযোগ পাল্টা অভিযোগ উঠেছে। কিন্তু এ বছরের প্রেসিডেন্ট নির্বাচনে অন্যতম সবচেয়ে বিতর্কিত বিষয় হয়ে উঠেছে আমেরিকার ডাক ব্যবস্থা।

এর আগে নির্বাচনে ষড়যন্ত্র করা হচ্ছে এ কথা জানিয়ে ট্রাম্প বলেছিলেন, “নির্বাচনে আমাদের হারার সম্ভাবনা হিসেবে নির্বাচনে কারচুপি প্রধান কারণ।”

আরও পড়ুনঃকাশ্মীর সংকট সমস্যার সমাধান চায় এরদোগান

তার প্রতিপক্ষ জো বাইডেন পাল্টা অভিযোগ তুলে বলেন, ‘প্রেসিডেন্ট এই নির্বাচন চুরি করতে যাচ্ছেন।

সবচেয়ে নজিরবিহীন বিষয় হলো এ প্রসঙ্গে তারা দুজনেই ডাক ব্যবস্থার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছেন। এ বছরের প্রেসিডেন্ট নির্বাচনে নজিরবিহীনভাবে আলোচনার কেন্দ্রে আমেরিকার ডাক ব্যবস্থা।

চার বছর আগের প্রেসিডেন্ট নির্বাচনে সামাজিক মাধ্যমে জনমত জরিপের সন্দেহজনক অ্যালগরিদম বা হিসাবনিকাশ, রুশ হ্যাকিং এবং গোপন দলিলপত্র ফাঁস হয়েছে ইতিমধ্যে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫০
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৭
  • ৮:০০
  • ৫:১৬