DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১৮ই মে ২০২৪
ঢাকাশনিবার ১৮ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সংক্রমণ বাড়ায় ৬ দিনের লকডাউনে টেকনাফ-উখিয়া

DoinikAstha
জুন ১, ২০২১ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

সংক্রমণ বাড়ায় ৬ দিনের লকডাউনে টেকনাফ-উখিয়া

অনলাইন ডেস্কঃ করোনা সংক্রমণ বৃদ্ধি ও সীমান্ত উপজেলা হওয়ায় কক্সবাজারের টেকনাফ-উখিয়ায় ছয় দিনের লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। মঙ্গলবার (১ জুন) সকাল থেকে এ লকডাউন কার্যকর হচ্ছে।লকডাউন চলাকালে এ দুই উপজেলায় জনসমাগম, দোকানপাট বন্ধ, গাড়ি চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে জরুরি সেবায় নিয়োজিত পরিবহনগুলো চলাচল করবে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী ৬ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। যা আজ সকাল থেকে শুরু হয়ে আগামী ৬ জুন পর্যন্ত চলমান থাকবে।

তিনি আরো বলেন, এ আদেশে গণপরিবহন চলাচলের ওপর বিধি-নিষেধের পাশাপাশি মানুষের সমাগমও নিষিদ্ধ করা হয়েছে। তবে জরুরি সেবায় নিয়োজিত সকল ধরনের দোকানপাট এবং পরিবহন চলবে।

আরো পড়ুন :  ইটনায় অভ্যন্তরীণ ধান সংগ্রহ শুরু; অনিয়ম রুখতে সচেতন থাকার কঠোর নির্দেশ- উপজেলা প্রশাসন

এদিকে মিয়ানমার সীমান্তবর্তী উপজেলা হওয়ায় ৬ দিনের লকডাউনের আওতায় আনা হয়েছে উখিয়া উপজেলাকেও।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ বলেন, রোহিঙ্গা শিবিরগুলোতে সংক্রমণ বৃদ্ধির কারণে সরকারের নির্দেশে ৬ দিনের লকডাউন কার্যকর করা হচ্ছে। জরুরি সেবা ছাড়া কোন পরিবহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি জনসমাগম না করতে সকলকে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ১০ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছিল উখিয়া-টেকনাফের ৩৪টি রোহিঙ্গা শিবিরে। পরবর্তীতে তা কমিয়ে ৫টি ক্যাম্পে করা হয়েছিল।

আরো পড়ুন :  সব পণ্যে বসছে ১৫ শতাংশ ভ্যাট

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫০
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৭
  • ৮:০০
  • ৫:১৬