DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২০শে মে ২০২৪
ঢাকাসোমবার ২০শে মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সপ্ন ভঙ্গ কৃষক জাহাঙ্গীরের

Abdullah
জুলাই ৪, ২০২৩ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

সপ্ন ভঙ্গ কৃষক জাহাঙ্গীরের

 

ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথায় অন্যের জমি বর্গা নিয়ে কৃষক জাহাঙ্গীর মিয়া ৩০ শতাংশ জমিতে আখ চাষ করেছিলেন। একবুক আশা নিয়ে সপ্ন দেখতে ছিলেন, আখের ক্ষেতের ফলন ভাল হবে এবং সংসারে কিছুটা হলেও স্বচছলতা ফিরে আসবে। কিন্তু তার সেই ইচ্ছে স্বপন দুর্বৃত্তরা শেষ করে দিয়েছে।

রাতের আঁধারে ক্ষেতের আখ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত কয়েক বছর ধরেই উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামের মশা মহল্লার দরিদ্র কৃষক জাহাঙ্গীরের সাথে এমন শত্রুতা হচ্ছে এমন অভিযোগ তার পরিবারের সদস্যদের।

ক্ষতিগ্রস্ত কৃষক জাহাঙ্গীর বলেন, অন্যের জমি লিজ নিয়ে আমি প্রতিবছর পাট-পেঁয়াজ, ধান ও আখ আবাদ করে সংসার চালাই। কিন্তু প্রতি বছরই ক্ষেতের ফসল ও আখ কেটে ফেলে একটি চক্র। নতুন করে এবছরও আখ লাগিয়েছিলাম। দেড় হাজারের মতো আখ হয়েছিলো। রোববার সকালে ক্ষেতে যেয়ে দেখি সবগুলো আখ কাটা।

 

তবে কে বা কারা রাতের আঁধারে এতবড় ক্ষতি করছে তা ধরতে পারছি না। পাহারা দিয়েও ধরতে পারছি না। কারো সাথে আমার কোন ধরনের বিরোধও নেই আমার । তারপরেও কেন আমার ক্ষতি করা হচ্ছে বুঝতে পারছি না। যারা আমার ক্ষতি করছে তাদের বিচার আল্লাহর কাছে সপে দিলাম বলতেই তিনি কান্নায় ভেঙে পড়েন।

আলামিন মিয়া নামের এক কৃষক বলেন, কৃষক জাহাঙ্গীর মিয়ার কোন শত্রু বা কারো সাথে তার বিরোধ রয়েছে এমনটি তাদের জানা নেই। এরপরেও কেন তার ফলনশীল ক্ষেতের ফলন কেটে ফেলে অসহায় কৃষক পরিবারের ক্ষতি সাধন করা হচ্ছে এটা খুব দুঃখজনক বলে তিনি দাবী করেন।

যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন, কৃষক জাহাঙ্গীরের ফসলের ক্ষতি প্রতি বছরই করছে দুর্বৃত্তরা। কারা তার ফসলের ক্ষতি করে চলেছে তা বুঝতেই পারছিনা। গ্রামের সকলকে নিয়ে এক জায়গায় বসে কি করা যায় এবিষয়ে সিদ্ধান্ত নিবো।

আরো পড়ুন :  ওয়ালী নেওয়াজ খান কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের পাহাড়; নেই তদন্তের ফল

সালথা থানার ওসি মোঃ শেখ সাদিক বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫০
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৭
  • ৮:০০
  • ৫:১৬