DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৬শে এপ্রিল ২০২৪
ঢাকাশুক্রবার ২৬শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সাতকানিয়ায় ট্রাক ছিনতাই করতে হেলপারকে হত্যা, গ্রেপ্তার ১

Doinik Astha
মে ১৭, ২০২২ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সাতকানিয়া প্রতিনিধি : শহিদুল ইসলাম কায়েস। চট্টগ্রামের বাঁশখালীতে মিনি ট্রাকের হেলপার বেলাল উদ্দিন (১৫) খুনের ঘটনা উদ্‌ঘাটন করেছে পুলিশ।

এ ঘটনায় অভিযুক্ত এক তরুণকে রোববার (১৫ মে) দিবাগত রাতে বাঁশখালী থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, ওই তরুণসহ আরও কয়েকজন মিলে একটি মিনি ট্রাক ছিনতাই করতে বেলালকে হত্যা করেন। গ্রেপ্তার ওই তরুণের নাম বিজয় দাশ (২১)। তার তথ্য অনুযায়ী, কক্সবাজার জেলার উখিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে সেই মিনি ট্রাকটিও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়া নিহত বেলালের মোবাইলও বিজয়ের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ।

গতকাল সোমবার বিজয়কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান বলে জানান সাতকানিয়া থানার ওসি। তিনি আরও বলেন,অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। এর আগে গত ১২ মে সাতকানিয়া থানার ঢেমশা ইউনিয়নের হাদুর ব্রীজ এলাকা থেকে উদ্ধার করা হয় বেলাল উদ্দিনের লাশ।

নিহত বেলাল বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পূর্ব জঙ্গল কুকদন্ডি এলাকার নুরুল আমিনের ছেলে। সে একই এলাকার রফিকুর রহমানের পুত্র আব্দুল লতিফের অধীনে একটি মিনি ট্রাকের হেলপার হিসেবে কর্মরত ছিল। লাশ পাওয়ার আগের দিন বুধবার দিনগত রাতে কালীপুরস্থ বাঁশখালী ডিগ্রী কলেজের পাশে একটি মাঠে আদর্শ গ্রাম সংলগ্ন এলাকায় একটি মাঠে মিনি ট্রাকটি ছিল।

আর সেই গাড়িতেই ঘুমিয়ে ছিল বেলাল। সকালে গাড়িটি ওই স্থানে না থাকার কারণে গাড়ির চালক ও মালিক মিলে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও কোন সন্ধান না পেয়ে বাঁশখালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে বিকালে সাতকানিয়ায় একটি ব্রিজের নিচে বেলালের লাশ পাওয়ার খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে পোঁছান। এরপর ঘটনার তদন্তে নেমে গতকাল রোববার দিবাগত রাতে বাঁশখালীর গুনাগরী থেকে বিজয়কে গ্রেপ্তার করে সাতকানিয়া থানার এসআই কাজী মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ৪:৩১
  • ৬:২৮
  • ৭:৪৭
  • ৫:২৮