DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১৯শে মে ২০২৪
ঢাকারবিবার ১৯শে মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সানন্দবাড়ী জিঞ্জিরাম নদীতে নৌকাবাইচের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত

News Editor
অক্টোবর ৬, ২০২০ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

বোরহানউদ্দিন , দেওয়ানগঞ্জ প্রতিনিধি
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী  জিঞ্জিরাম নতে ৪ দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী  নৌকা বাইচ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা শেষ হয়েছে ৫ অক্টোবর সোমবার সন্ধ্যায়।  চূড়ান্ত নৌকা বাইচ খেলা চারটি নৌকা অংশ নেয়। এর মধ্যে দেওয়ানগঞ্জ  সরদারপাড়া থেকে আগত নৌকা   একাত্তরের বিজয় চ্যাম্পিয়ন হয়। অপরদিকে রৌমারি থেকে আগত নৌকা  উড়ন্ত তরী রানার্সআপ হয়।
প্রথম পুরষ্কার হিসেবে একটি 100cc মটরসাইকেল এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি মহিষ প্রদান করা হয়। এছাড়াও চারদিনব্যাপী এই নৌকা বাইচ প্রতিযোগিতা যারা অংশ নিয়েছে তাদের সবাইকে সন্ধানী পুরস্কার দেওয়া হয়। উক্ত খেলা দেখার জন্য দূরদূরান্ত থেকে আসা লোকজন ঝড় বৃষ্টি উপেক্ষা করে    চারদিন ধরে নদীর দুই পাড়ে হাজার হাজার মানুষ আনন্দ উপভোগ করে। চার দিনব্যাপী এই নৌকা বাইচ প্রতিযোগিতা খেলায় প্রধান অতিথি ছিলেন সানন্দবাড়ী  ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম প্রামানিক।
সভাপতির দায়িত্ব পালন করেন চরআমখাওয়া   ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, সানন্দবাড়ী তদন্তকেন্দ্রের  পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান ও জোয়াহের হোসেন খান, চূড়ান্ত পর্বের খেলায় সমাপনী বক্তব্য রাখেন সানন্দবাড়ী  বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, ও চর আমখাওয়া  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দ। তিনি বিজয়ী দলের নিকট পুরস্কার প্রদান করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫০
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৭
  • ৮:০০
  • ৫:১৬