DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২রা মে ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২রা মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সালমানকে ‘অভদ্র’ মনে হয়েছিল আমির খানের

DoinikAstha
মে ৭, ২০২১ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্কঃ সালমান ও আমির খানের বন্ধুত্ব নিয়ে বলিউডে খুব চর্চা হয়। সাধারণত ফিল্মিপাড়ায় তারকাদের সম্পর্ক বালির বাধের মতো, সেখানে পরস্পরের ছবির প্রিমিয়ার হোক বা ছোটপর্দায় শো— একাধিকবার একসঙ্গে হাজির হয়েছেন তারা। অথচ প্রথম আলাপে সালমানকে মোটেই মনে ধরেনি আমিরের।

ভাইজানকে রীতিমতো অভদ্র ও অবিবেচক বলে মনে হয়েছিল মিস্টার পারফেকশনিস্টের। নিজের মুখেই একবার সেকথা জানিয়েছিলেন আমির।

কাল্ট কমেডি ‘আন্দাজ আপনা আপনা’র সেটে একসঙ্গে কাজ করেছিলেন আমির-সালমান। সেখানেই অভিনেতা হিসেবে প্রথম আলাপ তাদের। বিশেষ করে আমির ও সালমান অভিনীত ‘অমর’ ও ‘প্রেম’ চরিত্র দুটির রসায়ন দারুণ জনপ্রিয় হয়ে ওঠেছিল। ছবিটি ওই সময়ে সুপারহিট না হলেও পরবর্তী সময়ে টিভিতে বেশি প্রদর্শিত ছবিগুলোর অন্যতম।

কয়েক বছর আগে করণ জোহরের ‘কফি উইথ করণ’-এ উপস্থিত হয়ে আমির সেই সিনেমার অভিজ্ঞতার কথা জানান।

আমির বলেন, “আন্দাজ আপনা আপনা’ ছবিতে সালমানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা যথেষ্ট খারাপ। সেই সময়ে তাকে একেবারেই ভালো লাগেনি। প্রচন্ড অভদ্র ও একজন অবিবেচক মানুষ হিসেবেই মনে হয়েছিল তাকে।”

কীভাবে জমে উঠল তাদের বন্ধুত্ব? আমিরের মুখেই জানা যায়, ২০০২ সালে তিনি প্রথম স্ত্রীর রিমার সঙ্গে তার বিবাহবিচ্ছেদ তখন দোরগড়ায় দাঁড়িয়ে। মদ্যপানের মাত্রা বেড়ে গেছিল আমিরের। শুরু হয়েছিল লাগামহীন জীবন। অবসাদে ডুবে যাচ্ছিলেন। এইসময়ে একদিন সালমান এসে হাজির হন তার কাছে। ওই কঠিন সময়ে পাশে দাঁড়ান তিনি। বন্ধুর ভরসায় ধীরে ধীরে কঠিন সময় কাটিয়ে ওঠেন আমির।

আমিরের কথায়, “আমরা আড্ডা দিতাম,পান করতে করতে নিজেদের সুখ-দুঃখের কথা আলোচনা করতাম। ধীরে ধীরে এভাবেই আমাদের মধ্যে সত্যিকারের বন্ধুত্ব গড়ে উঠল।”

চলচ্চিত্রের তিন দশকে ওই ‘আন্দাজ আপনা আপনা’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন আমির ও সালমান। শোনা যাচ্ছে, আমিরের নির্মাণাধীন ‘লাল সিং চাড্ডা’য় ক্যামিও রোলে দেখা যাবে সালমানকে। তিনি নব্বই দশকের প্রেক্ষাপটে নিজের চরিত্রেই ধরা দেবেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪