DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৬ই মে ২০২৪
ঢাকাসোমবার ৬ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সুরঞ্জিত সেনগুপ্ত ও শাহ কিবরিয়া হত্যা মামলায় চার্জগঠন

News Editor
অক্টোবর ২২, ২০২০ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট: সুনামগঞ্জে দিরাইয়ে প্রয়াত মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে গ্রেনেড দিয়ে বিস্ফোরণ ও হত্যা মামলায় সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে ২ মামলায় এবং হবিগঞ্জে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় বিস্ফোরণ আইনে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। এদিকে স্বাক্ষী উপস্থিত না হওয়ায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় স্বাক্ষ্য গ্রহণ হয় নি।

বৃহস্পতিবার সকাল ১১টায় কঠোর নিরাপত্তার মধ্যে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহরিয়ার কবিরের আদালতে কারাগারে থাকা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরসহ ৯ জঙ্গিকে আদালতে তোলা হয়। এ সময় আদালতে হাজির হন জামিনে থাকা সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গৌছ। আদালতে আসামিেদর উপস্থিতিতে ৪ মামলার কার্যক্রম শুরু হয়।

মানবতাবিরোধী অপরাধ: কায়সারের দণ্ড কার্যকরে মৃত্যু পরোয়ানা জারি

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় পূর্ব নির্ধারিত স্বাক্ষ্য গ্রহণ উপলক্ষে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ ১১ জন আদালতে থাকলেও স্বাক্ষী উপস্থিত না হওয়ায় স্বাক্ষ্য গ্রহণ হয় নি।

পরবর্তীতে আদালতে সুনামগঞ্জে দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে গ্রেনেড দিয়ে বিস্ফোরণ ও হত্যা মামলায় চার্জ গঠন করা হয়। পাশাপাশি কারাগারে ও জামিনে থাকা সকল আসামির উপস্থিতিতে কিবরিয়া হত্যা মামলায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলার চার্জগঠন করা হয় বলে জানিয়েছেন বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের স্পেশাল পিপি সরওয়ার আহমদ চৌধুরী আবদাল।

মামলার চার্জগঠনের পর বেলা দেড়টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে বাবরসহ কারাগারে থাকা আসামিদের আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১