DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২রা মে ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২রা মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সেই ছেলেবেলা থেকে সংগীত জগতে বিচরণ, মুন্নি আক্তার মারিয়ার

News Editor
মে ৫, ২০২১ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সেই ছেলেবেলা থেকে সংগীত জগতে বিচরণ, মুন্নি আক্তার মারিয়ার

সিয়াম সরকার জান, বিনোদন প্রতিনিধিঃ

মুন্নি আক্তার মারিয়া। সেই ছেলেবেলা থেকে সংগীত জগতে তার বিচরণ। অসংখ্য স্টেজ প্রোগ্রাম করেছেন। সেই সাথে মৌলিক গানের ভান্ডারও তার পরিপূর্ণ। একজন উদীয়মান শিল্পী হিসেবে ২০১৯ সালে পেয়েছেন বারী সিদ্দিকী সম্মাননা পদক। এছাড়াও কিছুদিন আগে গ্রহণ করেছেন দেশ প্রযোজনা থেকে বেঙ্গল স্টার অ্যাওয়ার্ড-২০১৯।

বিটিভির এলো খুশির ঈদ সহ নানা অনুষ্ঠানে করছেন নিয়মিত অংশগ্রহণ। বৈশাখী টিভির চেনা অচেনা নামে একটি অনুষ্ঠান করেন তিনি। মুন্নি আক্তার মারিয়া’র জন্ম ১৯৮৮ সালে চট্টগ্রামের আগ্রাবাদে। গানের শুরু ২০০৪ থেকে স্টেজ শো’র মাধ্যমে। ২০০৯ সালে বের হয় তার প্রথম এ্যালবাম। সং গীতা থেকেও ২০১০ সালে সুন্দর মন নামে একটি এ্যালবাম বের করেন তিনি।

এভাবেই চলছে নিয়মিত অগ্রযাত্রা। এই পথচলা যাতে আরও গতিশীল হয় তাঁরই আশা ব্যক্ত করেন উদীয়মান শিল্পী মুন্নি আক্তার মারিয়া। দৈনিক আস্থা’র বিনোদন প্রতিবেদকের প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনাভাইরাস এর কারণে সব থমকে আছে আমরা সবাই জানি তবে ২০২০ সালে করোনাভাইরাস নিয়ে একটি গান করেছি।

“থেমে গেছে বিশ্ব” কথা-তকবির হুসাইন সুর- জীবক বড়ুয়া সংগীত -ala Uddin Alo!!! এরপর কিছু দিন অসুস্থ ছিলাম তার পরে রোজার আগে কিছু অনুষ্ঠান করেছি। টিভি ও বেতার কেন্দ্র চট্টগ্রামে গান করেছি। তার পরে আবার সেই করোনাভাইরাস নিয়ে আতংকে আছি। তবে টেলিভিশন লাইভ প্রোগ্রামগুলো করছি। বাকিটা সময়ের হাতে ছেড়ে দিলাম।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪