DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১০ই মে ২০২৪
ঢাকাশুক্রবার ১০ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ৬ বিষয়ে আলোচনা পিটার হাসের

Abdullah
অক্টোবর ২৪, ২০২৩ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ৬ বিষয়ে আলোচনা পিটার হাসের

স্টাফ রিপোর্টারঃ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে গত রোববার (২২ অক্টোবর) ছয়টি বিষয় নিয়ে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডি হাসকে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দুর্গাপূজায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। যাতে করে স্বাধীনতাবিরোধী শক্তি কোনো ধরনের নাশকতার সৃষ্টি করতে না পারে। সরকার শারদীয় দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা দিতে বদ্ধপরিকর।

পিটার হাস বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে। কোনো সংবাদ প্রকাশে বর্তমান সরকার হস্তক্ষেপ করছে না। আপনি লক্ষ্য করবেন এখন পত্রিকা, টেলিভিশন সরকারবিরোধী খবরই বেশি প্রচার করে থাকে। টেলিভিশন টকশোতে সবসময় সরকারবিরোধী আলোচনা বেশি হয়ে থাকে। বর্তমানে আগের যেকোনো সরকারের সময়ের থেকে সংবাদপত্র বেশি স্বাধীন।

নির্দিষ্ট কিছু পত্রিকাতেই সরকারি বিজ্ঞাপন দেওয়া হয় কি না? জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি বিজ্ঞাপন নির্দিষ্ট কোনো পত্রিকায় দেওয়া হয় না। বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে সরকার কেন্দ্রীয়ভাবে কোনো সিদ্ধান্ত নেয় না। সংশ্লিষ্ট দপ্তর-অধিদপ্তরই বিজ্ঞাপনের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে।

বিএনপির মহাসমাবেশ ঘিরে নেতাকর্মীকে আটক করা হবে কি না? জবাবে মন্ত্রী বলেন, সমাবেশ ঘিরে বিএনপির কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে না বা তাদের নামে নতুন করে মামলাও দেওয়া হচ্ছে না। পুরোনো মামলায় শুধুমাত্র তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে যাদের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। যারা জামিনে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী তাদের ধরছে না।

আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ উপলক্ষে গণপরিবহন চলাচলে সরকার হস্তক্ষেপ করবে কি না? জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক শান্তিপূর্ণ সভা-সমাবেশে বিশ্বাস করে। বিএনপির কোনো সমাবেশ কেন্দ্র করে সরকার পরিবহন চলাচলে বাধা সৃষ্টি করেনি; এবারও করবে না।

বিএনপির মহাসমাবেশে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করবে কি না? জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দলের শান্তিপূর্ণ কোনো সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনী কখনো শক্তি প্রয়োগ করেনি। তবে কেউ নাশকতার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮