DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ৫ই মে ২০২৪
ঢাকারবিবার ৫ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

হতাশায় খেলা ছেড়ে পাক ক্রিকেটে নতুন দায়িত্ব নিলেন সালমান বাট

News Editor
অক্টোবর ২৫, ২০২০ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

একসময় পাকিস্তান দলের অপরিহার্য সদস্য ছিলেন ওপেনার সালমান বাট। কিন্তু কপাল পুড়েছে স্পট ফিক্সিংয়ের দায়ে। স্পট ফিক্সিংয়ের দায়ে পেয়েছিলেন ৫ বছরের নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া ক্রিকেট ফেরেন ২০১৫ সালে। তবে জাতীয় দলে আর জায়গা হয়নি এই ওপেনারের। ভবিষ্যতে দলে জায়গা পাওয়ার সম্ভাবনাও নেই তেমন। 

পাকিস্তান দলে নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না বাট। আর তাই কায়েদ-এ-আজম ট্রফি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। খেলার বদলে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাবে তাকে। এই টুর্নামেন্টে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করবেন সাবেক এ অধিনায়ক। 

গত কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে শীর্ষস্থানীয় পারফর্মারদের একজন বাট। তবুও জাতীয় দলে উপেক্ষিত এই বাঁহাতি ব্যাটসম্যান। আর সে কারণে কায়েদ-এ-আজম ট্রফিতে সেন্ট্রাল পাঞ্জাব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। 

পয়েন্ট টেবিলের শীর্ষে মুম্বাই, চেন্নাইয়ের স্বপ্ন ভেঙে চুরমার

ক্রিকইনফোকে বাট বলেন, টপিসিবির এইচপি পরিচালকের সঙ্গে আলোচনা করেছি আমি। তিনি আমাকে কিছু দারুণ উপদেশ দিয়েছেন। তার পরামর্শেই আমি কায়েদ-এ-আজম ট্রফি থেকে নাম সরিয়ে নিয়েছি। এখন ধারাভাষ্যকারের ভূমিকা পালন করতে যাচ্ছি।’

বাট আরও জানান, ‘বুঝতে পারছি পাকিস্তানের হয়ে আমার আর ভবিষ্যতে সম্ভাবনা নেই। তবে জাতীয় দলে ফেরার তীব্র আকাঙ্ক্ষা ছিল। সে কারণে ঘরোয়া ক্রিকেটে ভালো করার জন্য বদ্ধপরিকর ছিলাম। ক্রিকেট ছেড়ে থাকা সহজ নয় এবং এটার জন্য কেউই প্রস্তুত থাকে না। তবু এটাই মানতে হবে।’

২০ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে কায়েদ-এ-আজম ট্রফির চতুর্থ রাউন্ড। সেই পর্ব থেকেই ধারা বিবরণী দেবেন বাট। 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১