DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৩শে জুলাই ২০২৪
ঢাকামঙ্গলবার ২৩শে জুলাই ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা ও ভাঙচুর

Abdullah
অক্টোবর ৩১, ২০২৩ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা ও ভাঙচুর

ইব্রাহীম খলিল/গাজীপুর প্রতিনিধিঃ

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে কয়েক দিন ধরে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এবার গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক বাজার এলাকায় একটি পুলিশ ফাঁড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুদ্ধ পোশাক শ্রমিকরা।

আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে কালিয়াকৈর উপজেলার ওই ফাঁড়িতে হামলা করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল করে পোশাক শ্রমিকরা। এসময় ১০-১২ টি যানবাহন ভাঙচুর করে তারা। পুলিশ তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে ক্ষিপ্ত হয়ে শতশত শ্রমিক পুলিশকে ধাওয়া করে। পুলিশ আত্মরক্ষার্থে মৌচাক বাজার এলাকায় অবস্থিত কালিয়াকৈর থানাধীন পুলিশ ফাঁড়িতে অবস্থান নেয়। এ সময়ে শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। ফাঁড়ির গেট, অফিসের গ্লাস এবং সাইনবোর্ড ভাঙচুর করে।

কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান বলেন, কয়েক হাজার শ্রমিক মৌচাক পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। তাদের নিয়ন্ত্রণ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৫১
 • ফজর
 • যোহর
 • আছর
 • মাগরিব
 • এশা
 • সূর্যোদয়
 • ৪:০০
 • ১২:০৮
 • ৪:৪৩
 • ৬:৫১
 • ৮:১৪
 • ৫:২২