ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার Logo মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo অষ্টগ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে অতর্কিত হামলা, ছাত্রদল সভাপতিসহ আহত ৬ Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত

সিং এর দাপটে আমিরাতকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:৫৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
  • / ১০৭৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ

অফস্পিনিং অলরাউন্ডার সিমি সিং এর দুর্দান্ত নৈপুণ্যেই আবুধাবিতে সিরিজের চতুর্থ ওয়ানডেতে সংযুক্ত আরব আমিরাতকে ১১২ রানের বড় ব্যবধানে হারিয়েছে আয়ারল্যান্ড। ব্যাট হাতে হাফসেঞ্চুরি তুলে দলকে এনে দিলেন লড়াকু পুঁজি। এরপর বল হাতেও চমক দেখান এই অলরাউন্ডার।  এতেই দুই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১-১ সমতায় সিরিজ শেষ করেছে অতিথিরা।

টস হেরে ব্যাট করতে নেমে আরব আমিরাতের দুই পেসার জাহর খান এবং কাশিফ দাউদের তোপে ১০ রানেই ৩ উইকেট হারিয়ে বসেছিল তারা। সেখান থেকে চতুর্থ উইকেটে ৭২ রানের জুটিতে দলকে লড়াইয়ে ফেরান হ্যারি টেক্টর (৩৩) আর লরকান টাকার (৪২)।

৩০তম ওভারের আগে এই দুই সেট ব্যাটসম্যানকে অল্প সময়ের ব্যবধানে হারিয়ে বসে আয়ারল্যান্ড। এরপর ছয় নম্বরে নামা কুর্তিস ক্যাম্ফার ৭২ বলে ৫৬ আর সাতে নামা সিমি সিংয়ের ৫৭ বলে ৫৪ রানের দুটি ইনিংসে আইরিশরা দুইশ পার করে। শেষদিকে গ্যরেথ ডেলানের ৮ বলে ১৫ রানের ক্যামিও ইনিংসটি ৬ উইকেটে ২২৮ রান পর্যন্ত নিয়ে যায় অতিথিদের।

জবাবে জাওয়ার ফরিদ (২৮) আর ভ্রিতিয়া অরবিন্দর (১৮) উদ্বোধনী জুটিতে ৪৭ রান তুলে ভালো সূচনা পেয়েছিল আরব আমিরাত। কিন্তু সিমি সিং বলতে গেলে একাই ধসিয়ে দেন স্বাগতিকদের। শীর্ষ ৫ ব্যাটসম্যানের সবাই হন আইরিশ এই অফস্পিনারের শিকার।

বিনা উইকেটে ৪৭ থেকে ৫ উইকেটে ৬৪ রানে পরিণত হয় আরব আমিরাত। ৬৪ রানেই ষষ্ঠ উইকেটটিও হারায় দলটি।

সেখান থেকে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি আরব আমিরাতের। কাশিফ দাউদের ২০ আর অধিনায়ক আহমেদ রাজার ১৪ রানের ইনিংস ছাড়া এরপর আর বলার মতো রান করতে পারেননি কেউ। ৩৬ ওভারে ১১৬ রানেই গুটিয়ে যায় আরব আমিরাতের ইনিংস।

সিমি সিং ১০ ওভার বল করে মাত্র ১০ রানে নেন ৫ উইকেট। এতে ওয়ানডে ইতিহাসে কিপটে বোলিংয়ে ৫ উইকেট নেয়া সেরা পাঁচ বোলারের তালিকায় ঢুকে পড়েছেন আইরিশ অলরাউন্ডার।

ট্যাগস :

সিং এর দাপটে আমিরাতকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

আপডেট সময় : ০৫:৫৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১

স্পোর্টস ডেস্কঃ

অফস্পিনিং অলরাউন্ডার সিমি সিং এর দুর্দান্ত নৈপুণ্যেই আবুধাবিতে সিরিজের চতুর্থ ওয়ানডেতে সংযুক্ত আরব আমিরাতকে ১১২ রানের বড় ব্যবধানে হারিয়েছে আয়ারল্যান্ড। ব্যাট হাতে হাফসেঞ্চুরি তুলে দলকে এনে দিলেন লড়াকু পুঁজি। এরপর বল হাতেও চমক দেখান এই অলরাউন্ডার।  এতেই দুই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১-১ সমতায় সিরিজ শেষ করেছে অতিথিরা।

টস হেরে ব্যাট করতে নেমে আরব আমিরাতের দুই পেসার জাহর খান এবং কাশিফ দাউদের তোপে ১০ রানেই ৩ উইকেট হারিয়ে বসেছিল তারা। সেখান থেকে চতুর্থ উইকেটে ৭২ রানের জুটিতে দলকে লড়াইয়ে ফেরান হ্যারি টেক্টর (৩৩) আর লরকান টাকার (৪২)।

৩০তম ওভারের আগে এই দুই সেট ব্যাটসম্যানকে অল্প সময়ের ব্যবধানে হারিয়ে বসে আয়ারল্যান্ড। এরপর ছয় নম্বরে নামা কুর্তিস ক্যাম্ফার ৭২ বলে ৫৬ আর সাতে নামা সিমি সিংয়ের ৫৭ বলে ৫৪ রানের দুটি ইনিংসে আইরিশরা দুইশ পার করে। শেষদিকে গ্যরেথ ডেলানের ৮ বলে ১৫ রানের ক্যামিও ইনিংসটি ৬ উইকেটে ২২৮ রান পর্যন্ত নিয়ে যায় অতিথিদের।

জবাবে জাওয়ার ফরিদ (২৮) আর ভ্রিতিয়া অরবিন্দর (১৮) উদ্বোধনী জুটিতে ৪৭ রান তুলে ভালো সূচনা পেয়েছিল আরব আমিরাত। কিন্তু সিমি সিং বলতে গেলে একাই ধসিয়ে দেন স্বাগতিকদের। শীর্ষ ৫ ব্যাটসম্যানের সবাই হন আইরিশ এই অফস্পিনারের শিকার।

বিনা উইকেটে ৪৭ থেকে ৫ উইকেটে ৬৪ রানে পরিণত হয় আরব আমিরাত। ৬৪ রানেই ষষ্ঠ উইকেটটিও হারায় দলটি।

সেখান থেকে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি আরব আমিরাতের। কাশিফ দাউদের ২০ আর অধিনায়ক আহমেদ রাজার ১৪ রানের ইনিংস ছাড়া এরপর আর বলার মতো রান করতে পারেননি কেউ। ৩৬ ওভারে ১১৬ রানেই গুটিয়ে যায় আরব আমিরাতের ইনিংস।

সিমি সিং ১০ ওভার বল করে মাত্র ১০ রানে নেন ৫ উইকেট। এতে ওয়ানডে ইতিহাসে কিপটে বোলিংয়ে ৫ উইকেট নেয়া সেরা পাঁচ বোলারের তালিকায় ঢুকে পড়েছেন আইরিশ অলরাউন্ডার।