DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৭ই মে ২০২৪
ঢাকাশুক্রবার ১৭ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সিং এর দাপটে আমিরাতকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

DoinikAstha
জানুয়ারি ১৯, ২০২১ ৫:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্কঃ

অফস্পিনিং অলরাউন্ডার সিমি সিং এর দুর্দান্ত নৈপুণ্যেই আবুধাবিতে সিরিজের চতুর্থ ওয়ানডেতে সংযুক্ত আরব আমিরাতকে ১১২ রানের বড় ব্যবধানে হারিয়েছে আয়ারল্যান্ড। ব্যাট হাতে হাফসেঞ্চুরি তুলে দলকে এনে দিলেন লড়াকু পুঁজি। এরপর বল হাতেও চমক দেখান এই অলরাউন্ডার।  এতেই দুই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১-১ সমতায় সিরিজ শেষ করেছে অতিথিরা।

টস হেরে ব্যাট করতে নেমে আরব আমিরাতের দুই পেসার জাহর খান এবং কাশিফ দাউদের তোপে ১০ রানেই ৩ উইকেট হারিয়ে বসেছিল তারা। সেখান থেকে চতুর্থ উইকেটে ৭২ রানের জুটিতে দলকে লড়াইয়ে ফেরান হ্যারি টেক্টর (৩৩) আর লরকান টাকার (৪২)।

৩০তম ওভারের আগে এই দুই সেট ব্যাটসম্যানকে অল্প সময়ের ব্যবধানে হারিয়ে বসে আয়ারল্যান্ড। এরপর ছয় নম্বরে নামা কুর্তিস ক্যাম্ফার ৭২ বলে ৫৬ আর সাতে নামা সিমি সিংয়ের ৫৭ বলে ৫৪ রানের দুটি ইনিংসে আইরিশরা দুইশ পার করে। শেষদিকে গ্যরেথ ডেলানের ৮ বলে ১৫ রানের ক্যামিও ইনিংসটি ৬ উইকেটে ২২৮ রান পর্যন্ত নিয়ে যায় অতিথিদের।

জবাবে জাওয়ার ফরিদ (২৮) আর ভ্রিতিয়া অরবিন্দর (১৮) উদ্বোধনী জুটিতে ৪৭ রান তুলে ভালো সূচনা পেয়েছিল আরব আমিরাত। কিন্তু সিমি সিং বলতে গেলে একাই ধসিয়ে দেন স্বাগতিকদের। শীর্ষ ৫ ব্যাটসম্যানের সবাই হন আইরিশ এই অফস্পিনারের শিকার।

বিনা উইকেটে ৪৭ থেকে ৫ উইকেটে ৬৪ রানে পরিণত হয় আরব আমিরাত। ৬৪ রানেই ষষ্ঠ উইকেটটিও হারায় দলটি।

সেখান থেকে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি আরব আমিরাতের। কাশিফ দাউদের ২০ আর অধিনায়ক আহমেদ রাজার ১৪ রানের ইনিংস ছাড়া এরপর আর বলার মতো রান করতে পারেননি কেউ। ৩৬ ওভারে ১১৬ রানেই গুটিয়ে যায় আরব আমিরাতের ইনিংস।

সিমি সিং ১০ ওভার বল করে মাত্র ১০ রানে নেন ৫ উইকেট। এতে ওয়ানডে ইতিহাসে কিপটে বোলিংয়ে ৫ উইকেট নেয়া সেরা পাঁচ বোলারের তালিকায় ঢুকে পড়েছেন আইরিশ অলরাউন্ডার।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫০
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৭
  • ৮:০০
  • ৫:১৬