তৃতীয়বার বাবা হলেন গ্রিজমান
- আপডেট সময় : ০৭:৫০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
- / ১১০৯ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক :
গতকাল ৮ এপ্রিল বৃহস্পতিবার তৃতীয় সন্তানের বাবা হলেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড অ্যান্টনিও গ্রিজম্যান। মজার ব্যাপার হলো, তাঁর আগের দুই সন্তানের জন্মদিনও একই তারিখে। আর এতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দে মেতেছেন এই বার্সা তারকার ভক্তরা।
গ্রিজম্যান এবং স্ত্রী এরিকার কোল আলো করে প্রথম সন্তান মিয়া এসেছিলো ২০১৬ সালে। তিন বছর পরেই দ্বিতীয় সন্তান আমারো জন্মগ্রহণ করে। জন্ম তারিখ একই- ৮ এপ্রিল। ঠিক একই তারিখে গতকাল তৃতীয় সন্তানও জন্মগ্রহণ করায় তাঁকে অভিনন্দনের পাশাপাশি রসিকতায়ও ভাসিয়েছেন নেটিজেনরা।
তবে জন্মদিন মনে রাখতে গিয়ে কিছুটা কম কষ্ট করতে হবে গ্রিজিকে, এটা সত্য। অনেকে মজা করে লিখেছেন, এখন শুধু স্ত্রীর জন্মদিন এবং যেকোনো একজন সন্তানের জন্মদিন মনে রাখলেই নাকি চলবে।
এছাড়াও একই দিনে তিন সন্তানের জন্মদিনের আয়োজন করে নাকি বেশ সাশ্রয়ী হতে পারবেন গ্রিজম্যান এমন মন্তব্যও এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার এবং ফেসবুকে। এমন বিরল ঘটনার সাক্ষী গ্রিজম্যান অবশ্য এই ঘটনাকে কাকতালীয় কিংবা পরিকল্পিত কোনোটিই বলে এখনও মন্তব্য করেননি।


















