DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ৯ই মে ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ৯ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

তেল দিতে না পারলে জাতীয় পুরস্কার পাওয়া যাবে না-কুমার শানু

Abdullah
সেপ্টেম্বর ৯, ২০২৩ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

তেল দিতে না পারলে জাতীয় পুরস্কার পাওয়া যাবে না-কুমার শানু

 

বিনোদন ডেস্কঃ

এক লড়কি কো দেখা থেকে শুরু করে আশিকি, তুঝে দেখা তো হ্যায় জানা সনম কুমার শানুর সুপারহিটের তালিকা দীর্ঘ। আজও তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। একাধিক ফিল্ম ফেয়ারের রেকর্ড তাঁর মুষ্ঠিগত হলেও এখনও জাতীয় পুরস্কার পাননি সংগীতশিল্পী। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গে ক্ষোভ উগরে দিলেন তিনি। তেল দিতে না পারলে জাতীয় পুরস্কার পাওয়া যাবে না’ জি ২৪ ঘণ্টা প্রতিবেদনে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন কুমার শানু।

নব্বইয়ের বলিউডে হিন্দি গানের জগতে রাজ করেছেন কুমার শানু। আজও তাঁর জনপ্রিয়তা তুমুল। একদিনে সর্বাধিক গান রেকর্ড করার গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নামও উঠেছে তাঁর। হাতে উঠেছে একাধিক ফিল্মফেয়ার থেকে শুরু করে সম্মানীয় নানা পুরষ্কার। তবে বলিউডে ৪০ বছর কাটিয়েও আজও জাতীয় পুরস্কার পেলেন না কুমার শানু। সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খুললেন গায়ক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কুমার শানু বলেন, ‘আমার জাতীয় পুরস্কার পাওয়া উচিত ছিল। আমার পদ্মভূষণও পাওয়া উচিত ছিল। আমি আর এগুলি নিয়ে ভাবি না। যদিও খারাপ তো লাগেই, কষ্ট হয়। তবে আমি এটাও বুঝি যে, সেই রকম তেল দেওয়ার মতো ক্ষমতা না থাকলে এই সব সম্মান পাওয়াও যায় না। তেল দিতে না পারলে পুরস্কার পাবেন না। আপনার যদি পর্যাপ্ত নাগাল না থাকে এবং তেল দেওয়ার গুণ না থাকে, তাহলে আপনি এটা পাবেন না। আমি এখন বুঝি। এমনকি মানুষও বোঝে। কেউ তখনই পুরস্কার পায়, যখন তার নাগাল উচ্চমহল পর্যন্ত যায়। স্বাভাবিকভাবে এই পুরস্কার পাওয়া খুব কঠিন।’

আরডি বর্মন থেকে শুরু অনু মালিক, একাধিক বিখ্যাত সুরকাররে সঙ্গে কাজ করেছেন কুমার শানু। একসময় কুমার শানু অলকা ইয়াগনিকের জুটি ছিল ছবির নায়ক-নায়িকার জুটির থেকেও বেশি জনপ্রিয়। এক লড়কি কো দেখা থেকে শুরু করে আশিকি, তুঝে দেখা তো হ্যায় জানা সনম…কুমার শানুর সুপারহিটের তালিকা দীর্ঘ। অসংখ্য ফ্যান ফলোয়িং তাঁর। এখনও তাঁর রোমান্টিক গানে বুঁদ থাকে শ্রোতারা। তবে এখনও অবধি জাতীয় পুরস্কার না পাওয়ার আক্ষেপ রয়েছে গায়কের।

আরো পড়ুন :  সেলিম রেজার 'ব্যাড গার্লস' এ চুক্তিবদ্ধ হলেন তারা

প্রসঙ্গত, সম্প্রতি ঘোষণা করা হয়েছে ৬৯তম জাতীয় পুরস্কারের। এবছর জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা গায়কের পুরস্কার পেয়েছেন ‘নাটু নাটু’ গানের শিল্পী কাল ভৈরব। অন্যদিকে সেরা গায়িকা হিসেবে আরও একবার জাতীয় পুরস্কার হাতে উঠেছে শ্রেয়া ঘোষালের। শ্রেয়ার জাতীয় পুরস্কার জয়ে অবশ্য বেজায় খুশি কুমার শানু।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১