DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ২০শে এপ্রিল ২০২৫
ঢাকারবিবার ২০শে এপ্রিল ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত-৩

Astha Desk
ডিসেম্বর ১৪, ২০২৩ ১১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত-৩

হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জ-চুনারুঘাট সড়কে অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে ২ নারীসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। তাঁদের হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে চানভাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতেরা হলো, হবিগঞ্জ শহরের উমেদনগরের ছমেদ আলীর স্ত্রী সুফিয়া খাতুন (৪৫), উপজেলার দুর্গাপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে তানিম (২৫), রামশ্রী গ্রামের তামান্না আক্তার (২০)।

হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সৌরভ বিশ্বাস বলেন, গুরুতর আহত অবস্থায় আমাদের হাসপাতালে তিনজনকে আনা হলে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাকি দুজন চিকিৎসাধীন।

চুনারুঘাট-মাধবপুর সা‌র্কেল এস‌পি নি‌র্মলেন্দু চক্রবর্তী বলেন, বৃহস্পতিবার দুপুরে শায়েস্তাগঞ্জ থেকে চুনারুঘাটগামী পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে আহত একজন চি‌কিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে, মরদেহগুলো হাসপাতালে রাখা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৬
  • ৭:৪৩
  • ৫:৩৩