নতুন বছরে নতুন বিজ্ঞাপনে আদর আজাদ
- আপডেট সময় : ০৭:০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
- / ১০১৮ বার পড়া হয়েছে
বিনোদনের আস্থাঃ নতুন বছরের প্রথম সপ্তাহে তিনি শেষ করেছেন ‘অগ্নিশিখা’ সিনেমার শুটিং।চলচ্চিত্র অভিষেকেই আলোচনায় এসেছেন চিত্রনায়ক আদর আজাদ। । সিনেমার কাজ শেষ হতে না হতেই বিজ্ঞাপন চিত্রের কাজ দিয়ে নতুন বছরের সূচনা করেছেন আদর। কক্সবাজার ইনানী বিচে অবস্থিত একটি পাঁচতারকা হোটেলের মডেল হয়েছেন তিনি।এর মাধ্যমে দীর্ঘ চার বছর পর বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন আসাদ জামান।
সম্প্রতি কক্সবাজারে বিজ্ঞাপনটির শুটিং শেষ হয়েছেন। অচিরেই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এটি প্রচার হবে। পাশাপাশি পাওয়া যাবে বিলবোর্ডও।
এ প্রসঙ্গে আদর আজাদ বলেন, ‘চার বছর পর বিজ্ঞাপনে কাজ করলাম। আশা করছি, নতুন বিজ্ঞাপনটি প্রচারে এলে সবার ভালো লাগবে।’
এরই মধ্যে আদর আজাদের ‘তালাশ’, ‘লাইভ’ ও ‘যাও পাখি বলো তারে’ সিনেমাগুলো দর্শক দেখেছেন। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘নাকফুল’, ‘লোকাল’, ‘চিৎকার’, ‘পোড়া অন্তর’ ও ‘মুক্তি’ সিনেমাগুলো। হাতে রয়েছে নতুন আরও কয়েকটি সিনেমা। যা শিগগিরই চূড়ান্ত করে জানান দেবেন ঢালিউডের সম্ভাবনাময় এই নায়ক।