DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১৫ই মার্চ ২০২৫
ঢাকাশনিবার ১৫ই মার্চ ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

হাওর দেখতে আসা নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার

রায়হান জামান,স্টাফ রিপোর্টার
জুলাই ৬, ২০২৪ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের হাওরের পানিতে ডুবে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্র আবিদুর রহমান (২৩) এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (৬ জুন) দুপুর আড়াইটার দিকে করিমগঞ্জ থানার হাছানপুরের হাওর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে গতকাল শুক্রবার (৫ জুলাই) পরিববারকে না জানিয়ে বন্ধুদের সঙ্গে কিশোরগঞ্জের হাওরে বেড়াতে এসে পানিতে নামলে ওই শিক্ষার্থী পানিতে তলিয়ে নিখোঁজ হয়।

নিহত আবিদুর রহমান চট্টগ্রামের রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মোবারকখীল গ্রামের হালদার খান চৌধুরী বাড়ির কলেজ শিক্ষক সারওয়ার জামান খানের ছেলে তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ার বিভাগের ছাত্র ছিলেন।

নিহতের চাচা হুমায়ুন মোরশেদ খান বলেন,  আবিদ গোসল করতে নেমে যেখানে নিখোঁজ হয় সেখান থেকে মাত্র ২০০ ফুট দূর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। আমার ভাতিজা বেড়ানোর উদ্দেশ্যে গতকাল শুক্রবার সকালে ৭ বন্ধু মিলে কিশোরগঞ্জের হাওরে আসে সেখানে বিকেল সাড়ে ৫টায় গোসল করতে নেমে স্রোতের মধ্যে নিখোঁজ হয়। এরপর শুক্রবার ও শনিবার ফায়ার সাভিস, ডুবুরিসহ প্রশাসন তাকে উদ্ধারের চেষ্টা করে। আজ দুপুর আড়াইটায় অবশেষে তার লাশ উদ্ধার করতে সক্ষম হয়।  তিনি আরও বলেন, আবিদ সাঁতার জানতো। তবে হাওরে স্রোত তীব্র হওয়ায় সে আর তীরে উঠতে পারেনি।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিমোমিজানুর রহমান জানানআমরা বিকাল ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করেছি। আইনি প্রক্রিয়া শেষে পরিবারে নিকট মরদেহ হস্তান্তর করা হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫১
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬
  • ১২:১১
  • ৪:২৬
  • ৬:১১
  • ৭:২৪
  • ৬:০৭