ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ধামইরহাটে ধান কাটতে এসে নিখোঁজ, যুবকের সন্ধান চায় পরিবার

Astha DESK
  • আপডেট সময় : ০৫:০০:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • / ১০২৬ বার পড়া হয়েছে

মো: এ কে নোমান, নওগাঁ : নওগাঁর ধামইরহাটে ইরি-বোরো মৌসুমে ধান কাটতে এসে নিখোঁজ হয়েছেন এক ধান কাটা শ্রমিক। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার রূপবাটি গ্রামের মো. চাঁদ আলীর ছেলে আবু হাসেম (২৭) গত ২৪ নভেম্বর থেকে নিখোঁজ রয়েছেন।

জানা গেছে, আবু হাসেম তার বাবা চাঁদ আলীসহ আরও কয়েকজন শ্রমিকের সঙ্গে ধামইরহাটের বস্তাবর এলাকায় ধান কাটার কাজে আসেন। সেখানে প্রায় ১০ দিন কাজ করার পর ওই দিন বেলা ১১টার দিকে বাথরুমে যাওয়ার কথা বলে তিনি দল থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি।

আবু হাসেমের বাবা চাঁদ আলী জানান, তার ছেলে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং অতীতেও কাজের সময় এভাবে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। ছেলের সন্ধান চেয়ে ধামইরহাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। জিডির নম্বর- ১০৯৯, তারিখ ২৩/১২/২০২৪।

নওগাঁ জেলার বরেন্দ্র অঞ্চলে ইরি ও আমন মৌসুমে ধান কাটার জন্য প্রতিবছর সিলেট, সিরাজগঞ্জ, রংপুর, গাইবান্ধাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে শ্রমিকরা আসেন। তবে আবু হাসেমের নিখোঁজ হওয়ার ঘটনায় তার পরিবার চরম উদ্বেগে রয়েছে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিখোঁজ আবু হাসেমের বিষয়ে সম্ভাব্য স্থানে তল্লাশি চালানো হচ্ছে। স্থানীয় জনগণের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীসহ সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেছে নিখোঁজ আবু হাসেমের পরিবার। তারা তার দ্রুত সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

এমকে/আস্থা

ট্যাগস :

ধামইরহাটে ধান কাটতে এসে নিখোঁজ, যুবকের সন্ধান চায় পরিবার

আপডেট সময় : ০৫:০০:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

মো: এ কে নোমান, নওগাঁ : নওগাঁর ধামইরহাটে ইরি-বোরো মৌসুমে ধান কাটতে এসে নিখোঁজ হয়েছেন এক ধান কাটা শ্রমিক। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার রূপবাটি গ্রামের মো. চাঁদ আলীর ছেলে আবু হাসেম (২৭) গত ২৪ নভেম্বর থেকে নিখোঁজ রয়েছেন।

জানা গেছে, আবু হাসেম তার বাবা চাঁদ আলীসহ আরও কয়েকজন শ্রমিকের সঙ্গে ধামইরহাটের বস্তাবর এলাকায় ধান কাটার কাজে আসেন। সেখানে প্রায় ১০ দিন কাজ করার পর ওই দিন বেলা ১১টার দিকে বাথরুমে যাওয়ার কথা বলে তিনি দল থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি।

আবু হাসেমের বাবা চাঁদ আলী জানান, তার ছেলে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং অতীতেও কাজের সময় এভাবে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। ছেলের সন্ধান চেয়ে ধামইরহাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। জিডির নম্বর- ১০৯৯, তারিখ ২৩/১২/২০২৪।

নওগাঁ জেলার বরেন্দ্র অঞ্চলে ইরি ও আমন মৌসুমে ধান কাটার জন্য প্রতিবছর সিলেট, সিরাজগঞ্জ, রংপুর, গাইবান্ধাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে শ্রমিকরা আসেন। তবে আবু হাসেমের নিখোঁজ হওয়ার ঘটনায় তার পরিবার চরম উদ্বেগে রয়েছে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিখোঁজ আবু হাসেমের বিষয়ে সম্ভাব্য স্থানে তল্লাশি চালানো হচ্ছে। স্থানীয় জনগণের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীসহ সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেছে নিখোঁজ আবু হাসেমের পরিবার। তারা তার দ্রুত সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

এমকে/আস্থা