DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২৭শে এপ্রিল ২০২৪
ঢাকাশনিবার ২৭শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রায়হান জামান,স্টাফ রিপোর্টার
মার্চ ২৮, ২০২৪ ১১:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে চমক ট্রেডিং লিমিটেড এর উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মার্চ) সকাল আটটা থেকে সন্ধ্যা পর্যন্ত কিশোরগঞ্জ সদর উপজেলার বড়খালের পাড় শহীদ পাগলা হোসাইনিয়া দারুল উলুম মাদরাসা চত্ত্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


মালদ্বীপের ব্যবসায়ী মুহাম্মদ হাদিউল ইসলাম এর আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, জামিয়া ইমদাদিয়ার মুহাদ্দিস হাফেজ মাওলানা উবায়দুল্লাহ, জামিয়া ইমদাদিয়ার শিক্ষক আহমদ উল্লাহ সাহেব, মঠখলা কাসিমুল উলুম কওমি মাদরাসার হিফজ বিভাগের প্রধান শিক্ষক ফকরুল ইমাম, মদিনাতুল উলুম নূরানী হাফিজিয়া মাদরাসার মুহতামিম হাফেজ ক্বারী ইয়াসিন আরাফাত এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মামুন আল মাসউদ খান, বিশেষ অতিথি ছিলেন জামিআ নূরানীয়া তারাশাপা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবুল বাশার প্রমুখ।

দিনব্যাপী এ প্রতিযোগিতায় কিশোরগঞ্জ জেলার আব্দুল বারী (রহ.) দারুল সুন্নাহ হাফিজিয়া মাদরাসা, মদিনাতুল উলুম নূরানী হাফিজিয়া মাদরাসা,সাওতুল কুরআন ইসলামি একাডেমি, ইমদাদুল উলুম হাফিজিয়া মাদরাসা, ফয়জুল উলুম মহিউসুন্নাহ মাদরাসা,মিসবাহুল কুরআন হাফিজিয়া মাদরাসা, নান্দলা বরিবাড়ি তা’লীমুল কুরআন হাফিজিয়া মাদরাসা,আল্লামা আজহার আলী আনোয়ার শাহ (রহ.) হাফিজিয়া মাদরাসা, হাজী শেখ মসলন্দ আলী মাদীনাতুল উলুম মাদরাসা, শহীদ পাগলা মাদরাসা, কালিয়ার কান্দা নূরানী হাফিজিয়া মাদরাসা, মাদরাসা খালিদ বিন ওয়ালিদ, জামিয়া আবু বকর, মাদিনাতুন নূর সগড়া, মিসবাহুল উলুম ভাস্করকিলা মাদরাসা, কয়ারকালী ঈদগাহ মাঠ হাফিজিয়া মাদরাসা ও জিনারাইল হাফিজিয়া মাদরাসাসহ মোট ১৭টি মাদরাসার ১৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

উক্ত হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রতিযোগীদের বয়স ভিত্তিক ১০ বছর ৫ পারা, ১২ বছর ১০পারা ও ১৪ বছর ১৫ পারা এই তিনটি গ্রুপে ভাগ করা হয়। তিনটি গ্রুপের ১৫জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে। এ সময় বিজয়ীদের মাঝে ফ্রিজ, রিডিং টেবিল ও প্লাস্টিকের বুক সেলফ পুরস্কার প্রদান করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ৪:৩১
  • ৬:২৮
  • ৭:৪৭
  • ৫:২৮