DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ৮ই মে ২০২৪
ঢাকাবুধবার ৮ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

IPL এর প্রতি আসরে শীর্ষ ব্যাটিং রান সংগ্রাহক

News Editor
অক্টোবর ২১, ২০২০ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

২০০৮ সাল থেকে প্রতি বছরেই অনুষ্ঠিত হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ(IPL)। ক্রিকেটে ঘরোয়া লীগের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এই আসর অবশ্যই ভক্তদের জন্য সবার আগে। তাই তো নানান জল্পনা কল্পনার পরেও অবশেষে অনুষ্ঠিত হলো এবারের IPL2020।

করোনার কারনে ভারতে অনুষ্ঠিত হয়নি হয়েছে আরব আমিরাতে।তবে এবারই প্রথম না যে IPL ভারতের বাইরে  অনুষ্ঠিত হচ্ছে। এর আগেও ২০১৪ সালে একবার দুবাই তে কিছু ম্যাচ এবং আরেক বার আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছিল আইপিএল (IPL)।

এবার চলছে আইপিএলের ১৩ তম আসর।
১৩ তম আসরে এসে সব মিলে সর্বোচ্চ রান সংগ্রহ করেছে রান মেশিন খ্যাত ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি,তার মোট প্রায় ৫৭৫৯। তার পরের অবস্থানে আছে আরেক ভারতীয় সুরেশ রায়না, তার রানের পরিমাণ ৫৩৬৮।

যদিও এবারের আইপিএলে তিনি অংশ নিচ্ছেন না পারিবারিক কারনে। তালিকায় পরের অবস্থানে আছে সবচেয়ে বেশি আইপিএলের শিরোপা জয়ী প্লেয়ার রোহিত শর্মা, তার মোট রান ৫১৫৮।

আইপিএল থেকে ছিটকে গেলেন ডোয়াইন ব্রাভো

অবাক করা হলেও এটাই সত্যি যে সবচেয়ে বেশি রান সংগ্রাহকের ২ জন রোহিত শর্মা ও সুরেশ রায়না কখনও এক সিজনে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে অরেঞ্জ ক্যাপ জিততে পারে নি। সবচেয়ে বেশি ৩ বার এই পুরষ্কার জিতেছেন ডেভিড ওয়ার্নার।

চলুন দেখে আসি IPL এর আগের ১২ আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা:-

২০০৮:- শন মার্শ (পাঞ্জাব) ১১ ম্যাচ ৬১৬ রান।
২০০৯:- ম্যাথিউ হেইডেন (চেন্নাই) ১২ ম্যাচ ৫৭২ রান।
২০১০:- শচীন টেন্ডুলকার (মুম্বাই) ১৫ ম্যাচ ৬১৬ রান।
২০১১:- ক্রিস গেইল (ব্যাঙ্গালোর) ১২ ম্যাচ ৬০৮ রান
২০১২:- ক্রিস গেইল (ব্যাঙ্গালোর) ১৫ ম্যাচ ৭৩৩ রান
২০১৩ :- মাইক হাসি (চেন্নাই) ১৬ ম্যাচ ৭৩৩ রান।
২০১৪:- রবিন উথাপ্পা (কোলকাতা) ১৬ ম্যাচ ৬৬০ রান।
২০১৫:- ডেভিড ওয়ার্নার (হায়দ্রাবাদ) ১৪ ম্যাচ ৫৬২ রান
২০১৬:- বিরাট কোহলি (ব্যাঙ্গালোর) ১৬ ম্যাচ ৯৭৩ রান
২০১৭:- ডেভিড ওয়ার্নার (হায়দ্রাবাদ) ১৪ ম্যাচ ৬৪১ রান।
২০১৮:- কেন উইলিয়ামসন (হায়দ্রাবাদ) ১৭ ম্যাচ ৭৩৫ রান।
২০১৯:- ডেভিড ওয়ার্নার (হায়দ্রাবাদ) ১২ ম্যাচ ৬৯২ রান।

এবার দেখার অপেক্ষা বিরাট কোহলি না সুরেশ রায়না সর্বোচ্চ রান সংগ্রাহক হয় না এই দুই জনকে টপকে IPL2020 এর আগামী ম্যাচগুলোয় অতি দানবীয় ব্যাটিং করে শীর্ষ রান সংগ্রাহক হয়ে যায়।

I/a

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১