স্বাধীন চলচ্চিত্র নির্মাণে উজ্জ্বল নাম ইশরার কবির ওয়াস্তি
- আপডেট সময় : ০৩:২০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / ১০২৯ বার পড়া হয়েছে
চলচ্চিত্র নির্মাতা ইশরার কবির ওয়াস্তি। ছবি: আস্থা
বিগত কিছু বছরে আমাদের ই চোখের অন্তরালে বাংলাদেশের চলচ্চিত্র জগতে একটি বড় পরিবর্তন এসেছে। পরিবর্তনটা হচ্ছে বাংলাদেশের তরুণরা নিজেদের গল্প পর্দায় তুলে ধরতে এখন আর বড় কর্পোরেশনের ধার ধারছে না।তরুণরা এখন একটি ক্যামেরা, গুটি কয়েক বন্ধু আর বুক ভরা স্বপ্ন নিয়েই বেরিয়ে যায় নিজেদের গল্প বলতে।
এমনই এক গল্পবাজ স্বপ্নবাজ স্বাধীন চলচ্চিত্র নির্মাতা ইশরার কবির ওয়াস্তিকে নিয়ে প্রতিবেদন টি সাজিয়েছেন ইফতেখার আহমেদ।
নির্মাতার বেড়ে ওঠা- ইশরার কবিরের ওয়াস্তির বেড়ে ওঠা খুলনা মেট্রোপলিটনে। খুলনার বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন সময় পড়াশোনা করে তিনি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করেন। পরবর্তীতে বিজ্ঞান বিভাগ থেকেই এইচএসএসি পাশ করেন খুলনা শিপইইয়ার্ড নেভী কলেজ থেকে।বর্তমানে তিনি খুলনা নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অধ্যায়নরত আছেন।
ছোট থেকেই পড়তে ভালোবাসতেন এই তরুণ নির্মাতা।তবে কোন একাডেমিক বই নয়।উপন্যাস।দ্বিতীয় শ্রেনী থেকে শুরু করে নবম শ্রেণীর মাঝের সময়ের মধ্যে এই নির্মাতা মোঃ জাফর ইকবালের “ট্রিনিট্রি রাশিমালা” উপন্যাস থেকে জর্জ ওরওয়েলের “১৯৮৪” যাবতীয় উপন্যাস পড়েছেন।এই সময়ের মধ্যেই তিনি এই ব্যাপারটিও অনুধাবন করেন তিনি মূলত বেচে আছেন গল্প শোনা আর বলার জন্য।সেই গল্প বলার স্ফুলিঙ্গ ই তাকে চলচ্চিত্রের প্রতি ভালোবাসা এনে দেয়।নির্মাতার কাছে মনে হয় “বর্তমানে সময়ে গল্প বলার সবথেকে ভালো মিডিয়াম হচ্ছে ফিল্ম”।
শুরুটা যেভাবে- ২০১৮ সালে নিজের হাত খরচ চালাতে ওয়াস্তি ভিডিও এডিটিং শেখেন।এর কিছু পরপর ই তার বাংলাদেশের কিছু বড় ইউটিউব চ্যানেলের সাথে কাজ করার সুযোগ হয়।কিন্তু এডিটর হিসাবে দেড় বছর সময় দেবার পর এই নির্মাতার মনে হয় নিজের কিছু একটা হওয়া দরকার। সেই স্বপ্ন থেকেই নির্মাতা তার আরো দুজন বন্ধুর সাথে মিলে নিজেদের একটি ইউটিউব চ্যানেল তৈরি করেন।এবার নিজের ইউটিউব চ্যানেলে তিনি প্রযোজনা ও পরিচালনায় মন দেন। সেই চ্যানেল নিয়েই প্রায় ৬ বছর। আজ সেই চ্যানেলে প্রায় সাড়ে নয় লক্ষ সাবস্ক্রাইবারে দাঁড়িয়ে আছে।
কন্টেন্ট ক্রিয়েটর ওয়াস্তি থেকে ডিরেক্টর ওয়াস্তি-কন্টেন্ট ক্রিয়েশন যতোটা না ওয়াস্তির প্যাশন ছিল তার থেকে বেশী এটি ছিল তার খাতা কলমে শেখার একটি মাধ্যম। ২০২৫ সালে এসে একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা হিসাবে ওয়াস্তির ইউটিউব চ্যানেলটি তাকে একটি পূর্ণদৈর্ঘ চলচ্চিত্র তৈরীর অর্থনৈতিক সচ্ছলতা দিলেও ওয়াস্তি জানতেন কন্টেন্ট ক্রিয়েশন ও চলচ্চিত্র নির্মাণে একটি বিস্তর তফাৎ আছে। ওয়াস্তি মনে মনেই খুজতেন যে সে কোথায় ফিল্ম তৈরীর হাতেখড়ি পাবেন! এরই মধ্যে ওয়াস্তি ফেসবুকে একটি কর্মশালার ব্যাপারে জানতে পারেন।যেই কর্মশালাটি ই পরবর্তীতে ওয়াস্তির একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা হবার বাকী আত্ববিশ্বাস টুকু এনে দেয়। মনসুন রেভ্যুলিউশন প্রযোজনা ভিত্তিক কর্মশালা- এই বছরের প্রথম দিকে অন্তবর্তীকালিন সরকার কতৃক একটি উদ্যোগ নেওয়া হয় যেখানে প্রত্যেক বিভাগ থেকে ১০ জন করে প্রযোজক তৈরি করা হয় সরকারী তত্তাবধানে।
ওয়াস্তির কাছে মনে হয় এই কর্মশালাটি বোধহয় তার জন্যই বানানো।দীর্ঘ দু বছর ওয়াস্তি ঠিক যেই ব্যাপারটি খুজছিল এই কর্মশালাটি ঠিক সেটি ই। কর্মশালাটিতে ওয়াস্তি বর্তমান সময়ে আলোচিত দুই নির্মাতা রবিউল আলম রবি ও সুকর্ণ সাহেদ ধীমান এর কাছে চলচ্চিত্রের ব্যাকারণ শেখেন। একই কর্মশালায় ওয়াস্তি রবিউল আলম রবি র পূর্ণদৈর্ঘ চলচ্চিত্র “কিল মি লাইক এ্য ডগ” এ সহ-পরিচালনার সুযোগ পান।পরবর্তীতে এই চলচ্চিত্রটি জার্মানীতে অষ্টম “EWIP Hamburg 2025 Award” অর্জন করে।যেই অর্জনটি এবারে ওয়াস্তিকে পুরোদস্তুর স্বাধীন চলচ্চিত্র নির্মাতা হিসাবে কাজ করতে বাকী সাহসটি যোগায়।
বর্তমানে যা করছেন এই নির্মাতা – “কিল মি লাইক এ্য ডগ” এ সহ-পরিচালনার পর এই নির্মাতা একই সাথে দুইটি কাজ হাতে নিয়েছেন।তিনি ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটি চার পর্বের এন্থোলজি সিরিজ তৈরি করছেন। যার প্রথম পর্ব “আইরিন” ইতিমধ্যেই প্রস্তুত করেছেন।তার এই কাজটি ২০২৬ সালের প্রথম চতুর্থাংশে আসবে বলে আশা করছেন।
এরপর পর ই এই নির্মাতা তার নিজের প্রথম পূর্ণদৈর্ঘ চলচ্চিত্র তৈরিতে মনোনিবেশ করবেন।
নির্মাতার ভবিষ্যৎ স্বপ্ন- ২০২৫ সালের একাডেমী অস্কার বিজয়ী চলচ্চিত্র “Anora” চলচ্চিত্রটি নির্মাতার মনে স্বপ্ন জোগায়। তার মনে হয় বৈশ্বিক ভাবে চলচ্চিত্র নির্মানে একটি রেভিল্যুশন আসতে চলেছে।যেখানে কোন বড় কর্পোরেশন শিল্পকে অন্তত চলচ্চিত্রকে একচেটিয়া ভাবে শাষণ করবে না। চলচ্চিত্র হবে এই স্বাধীন নির্মাতা ও শিল্পীদের একটা বেচে থাকার খোরাক।তো সেই রেভিল্যুশন যখন বিশ্বকে ছুবে ইশরার কবির ওয়াস্তি তখন বাংলাদেশী হিসাবে বিশ্বকে জানান দিবে বাংলাদেশ ও এই রেভ্যিলুশন এর অংশ।

















