বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের আয়োজনে মূকাভিনয় প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে এ প্রদর্শনী হবে।
এই আয়োজনে মূকাভিনয় নিয়ে থাকছে মূকাভিনয় সংগঠন প্যান্টোমাইম মুভমেন্ট, দেওয়ান মামুন, মূকবলাকা, শাওন মাইম একাডেমি, মুক্ত বিহঙ্গ, উইথ তানজিম, জলছবি মাইম থিয়েটার ও ঢাকা ইউনিভার্সিটি মাইম একশ্যান।
আয়োজনে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের ভারপ্রাপ্ত সভাপতি সোলেমান মেহেদীর সভাপতিত্বে অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের সাবেক সভাপতি নাট্য ও মূকাভিনয়জন জাহিদ রিপন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির, বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন।
আয়োজনে স্বাগত বক্তব্য দিবেন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম।
মূকাভিনয় প্রদর্শনীর আগে হল কাউন্টারে সীমিত সংখ্যক টিকেট পাওয়া যাবে।