DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

রংপুরে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরী ২ কারখানাকে জরিমানা

Astha Desk
মার্চ ৯, ২০২৫ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

রংপুর: রংপুরে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধভাবে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন ও পরিবেশনের দায়ে ২টি কারখানাকে জরিমানা ও বন্ধ ঘোষণা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৯ মার্চ) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মমতাজ বেগম ও জেলার সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, এনএসআই রংপুর জেলা কার্যালয়ের তথ্যের ভিত্তিতে তাজহাট এলাকায় প্রাইড ফুড প্রোডাক্ট কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসম অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও প্রয়োজনীয় কাগজ না থাকার অভিযোগে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া মাহিগঞ্জে অপর একটি কারখানায় বৈধ কাগজ পত্র না থাকায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্চা সেমাই তৈরির দায়ে বাবা বেকারি (নিউ মাইশা ফুড) কে ১৫,০০০ টাকা জরিমানা ও কারখানা টি বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।অভিযানের সময় এনএসআই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আনসার ও ছাত্র প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এমকে/আস্থা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]