DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২৩শে নভেম্বর ২০২৪
ঢাকাশনিবার ২৩শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

আরও ছয় মাস থাকুক-আদালত

Ellias Hossain
জুলাই ১০, ২০২৩ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বিচারের সময় ভাবতে হয় চোখের সামনে ১১শ লাশ-প্রধান বিচারপতি। আরও ছয় মাস থাকুক।

 

স্টাফ রিপোর্টারঃ

সাভারের রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় করা মামলায় ভবন মালিক সোহেল রানার জামিন আবেদনের শুনানি হয় আজ সোমবার (১০ জুলাই)।

 

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চে এ শুনানি হয়। শুনানি শেষে বিষয়টি ছয় মাসের জন্য মুলতবি (স্ট্যান্ড ওভার) করে আদেশ দেন আদালত।

শুনানির সময় রানার আইনজীবী মোঃ কামরুল ইসলাম বলেন, ১০ বছর ধরে তিনি (রানা) কারাগারে। এখন তাকে জামিন দিন। তখন প্রধান বিচারপতি বলেন, আরও ছয় মাস থাকুক।

 

এসময় আইনজীবী বলেন, ভবন তো তিনি ভাঙেননি, দায় রানার ওপর পড়ে না। এছাড়া রানা ব্যাংক থেকে লোনও নেননি। আদালত বলেন, কিন্তু ভবন তো ধসে পড়েছিল।

 

আইনজীবী বলেন, জেনারেটরের কারণে বিল্ডিং ভেঙে পড়েছিল। তখন প্রধান বিচারপতি আইনজীবীকে বলেন, আপনি (রানা) পালিয়েছিলেন কেন? রানার আইনজীবী বলেন, চারদিকে মিডিয়া ও আশপাশের মানুষের কারণে।

 

তখন রানার আইনজীবী ন্যায়বিচারের কথা বলে জামিন চাইলে প্রধান বিচারপতি বলেন, ‘আমরা যখন বিচার করি তখন আমাদের এভাবে ভাবতে হয় যে, এই ঘটনায় (রানা প্লাজা ধসে) মারা যাওয়া প্রায় ১১শ লাশ আমাদের চোখের সামনে। আর তাদের আত্মীয়-স্বজনরা আরেক পাশে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে ন্যায়বিচার চাচ্ছে।

প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের বিচার করতে হলে সবার বিষয় দেখতে হয়, বিচারপ্রার্থী নিরীহ মানুষ ও আসামির দিকটাও দেখতে হয়। এরপর সর্বোচ্চ আদালত রানার জামিন বিষয়ে শুনানি ছয় মাসের জন্য মুলতবি করেন।

 

রানার জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে এর আগে তার জামিন মঞ্জুর করে আদেশ দেন হাইকোর্টের বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নুরুউদ্দিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ।

 

আরো পড়ুন :  আজ সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

তবে রাষ্ট্রপক্ষের আবেদনে সে জামিন স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন চেম্বারজজ আদালত। এরপর চেম্বার আদালতের স্থগিতাদেশ বাতিল চেয়ে আবেদন করেন রানা। সে আবেদনের শুনানি প্রথমে দুই মাস এবং আজ আবার ছয় মাসের জন্য মুলতবি (স্ট্যান্ড ওভার) করলেন সর্বোচ্চ আদালত।

 

২০১৩ সালের ২৪ এপ্রিল দেশের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা রানা প্লাজা ধসের মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ১৩শ মানুষের মৃত্যু হয়। যাদের প্রায় সবাই ছিলেন পোশাক কারখানার শ্রমিক। এ ঘটনায় হওয়া হত্যা মামলার প্রধান আসামি ভবনের মালিক সোহেল রানা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬