জয়পুরহাটে ছয় জুয়ারী আটক
- আপডেট সময় : ০৬:৪৫:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
- / ১০৪৩ বার পড়া হয়েছে
জয়পুরহাটে ছয় জুয়ারী আটক
জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট সদর উপজেলার সুগারমিল এলাকা থেকে জুয়া খেলার সময় ৬ জন জুয়ারীকে আটক করেছে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা।
আটককৃৃৃৃৃতরা হলো, জয়পুরহাট সদর উপজেলার শান্তিনগর এলাকার মৃত আব্দুল মজিদের পুত্র রেজাউল করিম (৬০), একই এলাকার মৃত রোফা সরদারের পুত্র আলম সরদার (৫৬), মৃত হোসেন আলীর পুত্র হিপলু (৫২), মৃত বছির উদ্দিনের পুত্র নুর ইসলাম (৬০), মৃত গোলজার হোসেনের পুত্র ফারুক হোসেন (৫৫) ও মৃত মতিয়ার রহমানের পুত্র রানু শফি (৫৬)।
আজ সোমবার (২২ জানুয়ারী) রাতে তাদের আটক করা হয় ।
সকালে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেন।র্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরেই এলাকায় টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলছিল বলে স্বীকার করে।
এব্যাপারে জয়পুরহাট সদর থানায় আটককৃত আসামীদের সোর্পদপূর্বক একটি মামলা দায়ের করা হয়েছে।


























