ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo তাড়াইলে ধলা ইউপি চেয়ারম্যান ঝিনুক গ্রেফতার Logo কিশোরগঞ্জে চবি চাকসুর জিএস সাঈদ বিন হাবিবকে বর্ণাঢ্য সংবর্ধনা Logo কিশোরগঞ্জে জেলা প্রশাসক ফৌজিয়া খানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে আ.লীগের মিছিল: সাবেক প্রতিমন্ত্রীসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা Logo প্রাথমিক শিক্ষকদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার Logo রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo নভেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ৪৮.৭ শতাংশ বৃদ্ধি Logo ত্যাগ, নৈতিকতা নাকি দলীয় বলয়; কিশোরগঞ্জের ফাঁকা দুই আসনে কোন পথ বেছে নেবে রাজনীতি? Logo নির্বাচন বানচালের ষড়যন্ত্র: ক্ষমতার লোভে পেয়েছে উপদেষ্টাদের Logo খাগড়াছড়ি কারাগার থেকে পালিয়েছে দুই আসামি

হোসেনপুরে পুলিশের হাত থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএনপি নেতারা

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৫:০৭:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / ২৩২৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে পুলিশের হাত থেকে এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার গোবিন্দপুর চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম খোকাকে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে আটক করে পুলিশ।পুলিশ সদস্যরা যখন তাকে গাড়িতে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে রিপন, ছোটি, হিরণ, রাজনসহ ঘটনাস্থলে উপস্থিত হয় একদল বিএনপি নেতাকর্মী। বিএনপির নেতাকর্মীরা দলীয় প্রভাবে একপর্যায়ে আওয়ামী লীগ নেতা খোকাকে পুলিশের হাত থেকে জোরপূর্বক ছিনিয়ে নেয়। এ ঘটনায় স্থানীয়রা আইনশৃঙ্খলাবাহিনীর প্রতি আস্থা হারিয়ে হতাশা প্রকাশ করেছেন।

আ’লীগ নেতা আব্দুর রহিম খোকা

স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ নেতা খোকা দীর্ঘদিন ধরে ইউনিয়নের নানা অনিয়ম ও প্রভাব বিস্তারে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা দায়েরের পর পুলিশ বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করতে গেলে বিএনপি নেতারা প্রকাশ্যে আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেন, যা একপ্রকার রাষ্ট্রবিরোধী ও আইনের শাসনের চরম অবমাননা। এলাকার সাধারণ মানুষ বিষয়টিকে আইনের প্রতি ভয়হীনতার ভয়াবহ দৃষ্টান্ত বলে উল্লেখ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক গোবিন্দপুর চৌরাস্তার একজন ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যে দেশে পুলিশ পর্যন্ত নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কই? বিএনপি ক্ষমতায় এখনো আসেনি ক্ষমতায় আসলে তারা আসামিদের জিম্মাদারি নিবে এ ঘটনার পর এমনটাই মনে হচ্ছে।’

স্থানীয় সচেতন মহল বলছেন, প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে এটি ভবিষ্যতে আরও বড় বিশৃঙ্খলার জন্ম দিতে পারে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন ছুটিতে থাকায় পরিদর্শক (তদন্ত) লিমন বোস এ বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি।

হোসেনপুরে পুলিশের হাত থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএনপি নেতারা

আপডেট সময় : ০৫:০৭:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

কিশোরগঞ্জের হোসেনপুরে পুলিশের হাত থেকে এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার গোবিন্দপুর চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম খোকাকে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে আটক করে পুলিশ।পুলিশ সদস্যরা যখন তাকে গাড়িতে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে রিপন, ছোটি, হিরণ, রাজনসহ ঘটনাস্থলে উপস্থিত হয় একদল বিএনপি নেতাকর্মী। বিএনপির নেতাকর্মীরা দলীয় প্রভাবে একপর্যায়ে আওয়ামী লীগ নেতা খোকাকে পুলিশের হাত থেকে জোরপূর্বক ছিনিয়ে নেয়। এ ঘটনায় স্থানীয়রা আইনশৃঙ্খলাবাহিনীর প্রতি আস্থা হারিয়ে হতাশা প্রকাশ করেছেন।

আ’লীগ নেতা আব্দুর রহিম খোকা

স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ নেতা খোকা দীর্ঘদিন ধরে ইউনিয়নের নানা অনিয়ম ও প্রভাব বিস্তারে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা দায়েরের পর পুলিশ বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করতে গেলে বিএনপি নেতারা প্রকাশ্যে আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেন, যা একপ্রকার রাষ্ট্রবিরোধী ও আইনের শাসনের চরম অবমাননা। এলাকার সাধারণ মানুষ বিষয়টিকে আইনের প্রতি ভয়হীনতার ভয়াবহ দৃষ্টান্ত বলে উল্লেখ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক গোবিন্দপুর চৌরাস্তার একজন ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যে দেশে পুলিশ পর্যন্ত নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কই? বিএনপি ক্ষমতায় এখনো আসেনি ক্ষমতায় আসলে তারা আসামিদের জিম্মাদারি নিবে এ ঘটনার পর এমনটাই মনে হচ্ছে।’

স্থানীয় সচেতন মহল বলছেন, প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে এটি ভবিষ্যতে আরও বড় বিশৃঙ্খলার জন্ম দিতে পারে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন ছুটিতে থাকায় পরিদর্শক (তদন্ত) লিমন বোস এ বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি।