DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৭ই মে ২০২৪
ঢাকাশুক্রবার ১৭ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

না ফেরার দেশে ইন্টারনেট এক্সপ্লোরার!

DoinikAstha
মে ২৮, ২০২১ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

না ফেরার দেশে ইন্টারনেট এক্সপ্লোরার!

প্রযুক্তি ডেস্কঃ প্রায় ২৬ বছরেরও বেশি সময় মাইক্রোসফটকে সেবা দিয়েছে ইন্টারনেট এক্সপ্লোরার। অবশেষে বিদায়ের ঘণ্টা শুনতে পাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম মাইক্রোসফটের প্রথম ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার।

উইন্ডোজ ৯৫ ভার্সনের সঙ্গে প্রথমবার উইন্ডোজ এক্সপ্লোরারকে বাজারে আনে টেক জায়ান্ট মাইক্রোসফট। তবে সাম্প্রতিক এক বিবৃতিতে মাইক্রোসফট জানিয়েছে, ২০২২ সাল থেকে অবসরে যাচ্ছে এই প্রবীণ ওয়েব ব্রাউজারটি।

এছাড়াও বিবিসির খবরে বলা হয়, মাইক্রোসফ্টের একটি ব্লগে উল্লেখ করা হয়েছে ২০২২ সালের পরে উইন্ডোজ এর নতুন সংস্করণগুলিতে এক্সপ্লোরার যুক্ত থাকবে না।

গত কয়েক বছর ধরেই এক্সপ্লোরারকে সংস্কারের চেষ্টা করছে মাইক্রোসফ্টে। ২০১৯ সালে নিরাপত্তা ত্রুটি দেখা দেওয়ায় এটিকে কয়েক দফা মেরামত করা হয়। যদিও পরবর্তীতে নতুন ব্রাউজার মাইক্রোসফট এজই সর্বাধিক প্রাধান্য পায়।

জরিপে দেখা গেছে বিশ্বের শতকরা প্রায় ৮ ভাগ উইন্ডোজ ব্যবহারকারী এখনও ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করছেন। আর তাই নতুন ব্রাউজের এজের মধ্যেও এর একটি সংক্ষিপ্ত সংস্করণ যুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফ্ট।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫০
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৭
  • ৮:০০
  • ৫:১৬