DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২১শে মে ২০২৪
ঢাকামঙ্গলবার ২১শে মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

পানিতে ঝাঁপ দিয়ে শিক্ষকের মৃত্যু

Abdullah
আগস্ট ২৫, ২০২৩ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

পানিতে ঝাঁপ দিয়ে শিক্ষকের মৃত্যু

 

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর জেলা মেলান্দা উপজেলার মেস্টা ইউনিয়নের হাজিপুরের চান্দেরহাওড়া গগনপুরের রৌমারি বিলে জুয়ার আসরে পুলিশের অভিযানের খবর শুনে মমিনুল ইসলাম রিপন (৪৮) নামের এক শিক্ষক পানিতে ঝাঁপ দিয়ে মারা গেছে। সে আব্দুল মান্নানের ছেলে ও হাজীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আজ শুক্রবার (২৫ আগস্ট) সকালে ঝিনাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে শিক্ষক মমিনুল ইসলাম রিপন বাড়ি থেকে বের হন। রাত ১টা পর্যন্ত তিনি বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন খুঁজতে থাকেন। শুক্রবার সকালে চান্দেরহাওড়া গগনপুর এলাকায় ঝিনাই নদীতে একটি মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহটি শনাক্ত করেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

পারিবারিক সূত্রে আরও জানা যায়, গতকাল রাতে হাজিপুরের ভাদুরিপাড়া এলাকার মুজা মিয়া নামের এক ব্যক্তি শিক্ষক রিপনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। তিনি প্রায়ই এভাবে রিপনকে ডেকে নিয়ে যেতেন। রাত গভীর হওয়ায় পরও রিপন বাড়িতে না আসায় পরিবারের লোকজন মুজা মিয়ার কাছে রিপনের বিষয়ে জানতে চান। পরে মুজা মিয়া জানান, পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রৌমারি বিলে জুয়া খেলার সময় অভিযান চালায় পুলিশ। এসময় শিক্ষক রিপনসহ ছয়জন দৌড়ে ঝিনাই নদীতে ঝাঁপ দেন। পরে পাঁচজন সাঁতরে তীরে উঠে এলেও রিপন প্রাণ নিয়ে ফিরতে পারেননি।

মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, জুয়া খেলার সময় রৌমারি বিল থেকে ১১ জনকে আটক করা হয়েছে।সদর উপজেলার হাজীপুরে একজন মারা গেছেন। কিন্তু ওই ব্যক্তি কারণে মারা গেছেন তা জানেন না।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৪০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫২
  • ১১:৫৮
  • ৪:৩৩
  • ৬:৪০
  • ৮:০৩
  • ৫:১৩