DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১১ই মে ২০২৪
ঢাকাশনিবার ১১ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু টি-টোয়েন্টির পাঁচ দলের নাম চূড়ান্ত, প্লেয়ার্স ড্রাফট ১২ তারিখ

News Editor
নভেম্বর ৮, ২০২০ ১২:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্য পাঁচ দলের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (শনিবার) রাতে বিসিবি জানিয়েছে, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্য দেশের পাঁচ বিভাগ থেকে পাঁচ দল অংশ নেবে এই টুর্নামেন্ট। প্লেয়ার্স ড্রাফট ১২ তারিখ ।

পাঁচ দলের টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা ছিল ১৫ নভেম্বর থেকে। আপাতত স্পন্সর, মাঠ প্রস্তুত করাসহ নানা কারণে পিছিয়ে দেওয়া হয়েছে টুর্নামেন্টটি। নতুন তারিখ অনুযায়ী আগামী ২১ কিংবা ২২ নভেম্বর এটি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

সাকিবের করোনা নেগেটিভ

টুর্নামেন্টের পাঁচ দলের নাম ও স্পন্সর চূড়ান্ত হয়ে গেছে। দলগুলো হলো-ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা এবং গাজী গ্রুপ চট্টগ্রাম।

টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট হবে ১২ নভেম্বর।

শনিবার সংবাদমাধ্যমকে আকরাম খান বলেছেন, ‘এ, বি, সি, ডি চারটি গ্রেড নির্ধারণ করা হবে। চারটি গ্রেড করে আমরা প্লেয়ার দিচ্ছি। যেখানে সব প্লেয়ার থাকবে। পারিশ্রমিক এখনও চূড়ান্ত না করলেও আমরা ভেবেছি সর্বোচ্চ ১৫ লাখ টাকা করে পাবেন ‘এ’ গ্রেডের ক্রিকেটাররা। আর সর্বনিম্ম পারিশ্রমিক হতে পারে ৫ কিংবা ৪ লাখ টাকা।’ বিপিএলে আইকন খেলোয়াড় থাকলেও এই টুর্নামেন্টে আইকন থাকবে না, ‘এখানে আইকন থাকবে না। পাঁচজন খেলোয়াড় ‘এ’ গ্রেডে থাকবে। ওরাই মূলত আইকন।’

পাঁচ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল ১৫ নভেম্বর থেকে। স্পনসরসহ আরও কিছু কারণেই পিছিয়ে দেওয়া হয়েছে টুর্নামেন্টটি। নতুন তারিখ অনুযায়ী আগামী ২১ কিংবা ২২ নভেম্বর এটি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আকরাম খান সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা ২১ বা ২২ তারিখের দিকে টুর্নামেন্ট শুরু করার পরিকল্পনা করেছি। তার আগে ১২ তারিখে ১৬০ জন খেলোয়াড় নিয়ে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে। এর আগে আমাদের ৯ ও ১০ তারিখে ফিটনেস টেস্ট আছে।’ টুর্নামেন্টের স্পনসর নিয়ে আকরাম খান বলেছেন, ‘স্পনসরটা ৯০% ঠিক হয়েছে। কিন্তু এখনও কিছু ফরমালিটিজ বাকি, ওটা হলে আমরা কনফার্ম করবো।’

টুর্নামেন্টের প্রতিটি দলে কোচ-ট্রেনার নিয়োগ দেবে বিসিবি। জাতীয় দলের কোচিং স্টাফদের পাশাপাশি স্থানীয় কোচিং স্টাফরা সুযোগ পাবেন বলে জানালেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান, ‘আমরা ক্রিকেট বোর্ড থেকেই সব করে দেবো। বিদেশিদের সঙ্গে সঙ্গে দেশিও অনেক ট্রেনার, ফিজিও, কোচ, ফিল্ডিং কোচ, বোলিং কোচ আছে ওদের আমরা যুক্ত (ইনভলভ) করছি। হ্যাঁ ,আমরা এখন মনে করেন যে, প্রতিটি দলকে একটা করে দিয়ে দিচ্ছি দেশিও কোচ। ওরা টিমের সঙ্গে থাকবে। পুরো সেটআপটা ক্রিকেট বোর্ড থেকে দেওয়া হচ্ছে। ‘

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮