DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১৯শে মে ২০২৪
ঢাকারবিবার ১৯শে মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর জন্মদিনে ‘কাঁচাবাদাম’ গানে নাচ, সেই শিক্ষক বরখাস্ত

DoinikAstha
মার্চ ২৫, ২০২২ ১২:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মদিনে স্কুলে আয়োজিত অনুষ্ঠানের মঞ্চে ছাত্রীদের নিয়ে কাঁচা বাদাম শিরোনামের আলোচিত গান ও হিন্দি ডিজে গানের সঙ্গে উন্মত্ত নাচ করেন স্কুলের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম। এ দৃশ্য ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ও বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়।

এদিকে, পাবনার ঈশ্বরদীতে জাতির জনক বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানের মঞ্চে ছাত্রীদের সঙ্গে নিয়ে কাঁচা বাদাম ও হিন্দি ডিজে গানের সঙ্গে নেচে সমালোচনার ঝড় তোলা রফিকুল ইসলাম নামের সেই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

একই সঙ্গে স্কুলটির প্রধান শিক্ষক আনিসুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।পাবনা জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসের নির্দেশক্রমে আজ বৃহস্পতিবার বিদ্যালয় কর্তৃপক্ষ ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করে। রফিকুল ইসলাম ঈশ্বরদীর মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সেলিম আক্তার জানান, জেলা শিক্ষা অফিসের নির্দেশনা অনুসারে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি তসলিম আরিফ তুষার তাকে বরখাস্ত করেছেন। প্রধান শিক্ষকের ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান শিক্ষা অফিসার।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫০
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৭
  • ৮:০০
  • ৫:১৬