DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

বচ্চনের বাংলোর বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন

DoinikAstha
ফেব্রুয়ারি ২১, ২০২১ ৯:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্কঃ

নিরাপত্তার স্বার্থে অমিতাভ বচ্চনের বাংলোর বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।টাইমস অব ইন্ডিয়া বলছে, অস্থায়ীভাবে এই নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।

চলতি সপ্তাহে মহারাষ্ট্রের কংগ্রেস নেতা নানা পাটোলে হুঁশিয়ারির সুরে অমিতাভ বচ্চন, অক্ষয় কুমারদের উদ্দেশে বলেন, পেট্রলের লাগামছাড়া মূল্যবৃদ্ধির মতো জাতীয় ইস্যুতে কেন্দ্রে ক্ষমতাসীন শাসকদলের বিরুদ্ধে প্রতিবাদের সুর না চড়ালে তাদের শুটিং বন্ধ করে দেওয়া হবে।

নানা পাটোলের অভিযোগ, ইউপিএ জমানায় এ ধরনের ইস্যুতে প্রায়ই সরব হতে দেখা যেত বলি তারকাদের। অমিতাভ বচ্চনও বারকয়েক পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধিতে তৎকালীন সরকারকে দায়ী করে প্রতিবাদ জানিয়েছিলেন। কিন্তু সম্প্রতি তিনি একেবারেই মৌন। তাই কংগ্রেস নেতার টার্গেটে বলি অভিনেতারা।

বিগ বি, অক্ষয় কুমারদের শুটিং বন্ধ করে দেওয়া নিয়ে নানা পাটোলের এই হুঁশিয়ারিতে বেশ শোরগোল পড়ে যায়। পালটা আক্রমণ করতে থাকে রাজনৈতিক প্রতিপক্ষও।এর ঠিক পরই মুম্বাইয়ে শাহেনশার বাংলোর নিরাপত্তা বাড়ল।

শনিবার থেকেই জুহুতে ‘জলসা’র সামনে পুলিশ আসতে শুরু করে। তবে কাদের নির্দেশে তাঁরা বিগ বি’র বাংলো পাহারা দিতে এসেছেন, সে সম্পর্কে মুখে কুলুপ তাদের।

স্থানীয় পুলিশ স্টেশনের পক্ষ থেকে বলা হয়েছে, এটা একটা সাময়িক সিদ্ধান্ত। আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাড়তি নিরাপত্তারক্ষী রাখা হয়েছে অমিতাভের বাংলোর সামনে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।