DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৭ই মে ২০২৪
ঢাকাশুক্রবার ১৭ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে জাতীয় মৎস্য সপ্তাহ’র উদ্ধোধন

Abdullah
জুলাই ২৫, ২০২৩ ১০:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বানিয়াচংয়ে জাতীয় মৎস্য সপ্তাহ’র উদ্ধোধন

 

জুয়েল রহমান/বানিয়াচং প্রতিনিধিঃ

সুনামগঞ্জ জেলার বানিয়াচংয়ে জাতীয় মৎস্য সপ্তাহ’র উদ্ধোধন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

২৪ জুলাই থেকে ৩০ জুলাই পক্ষকাল ব্যাপী মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) দুপুর ১২টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ বোরহান উদ্দিন।

সুদীপ কুমার দে’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা দেলোয়ার হোসেন, কাজী আতাউর রহমান, উপজেলা মসজিদের ইমাম সাইদুর রহমান, সাংবাদিক শেখ নূরুল ইসলাম, মৎস্য চাষি নসিবুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ মৎস্য উৎপাদনে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

উৎপাদনের সাথে সাথে কর্মসংস্থান সহ নানাবিধ অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়াও দেশীয় মাছ উৎপাদনের অন্তরায় সমূহ দূর করে উতপাদন বাড়াতে হবে বলে বক্তারা দাবি জানিয়েছেন।

বানিয়াচং, প্রতিনিধি
২৫ জুলাই ২০২৩ ইং।।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫০
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৭
  • ৮:০০
  • ৫:১৬