DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১৯শে মে ২০২৪
ঢাকারবিবার ১৯শে মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপের ভেন্যু পাল্টাতেও পারে!

DoinikAstha
মে ২১, ২০২১ ১১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

বিশ্বকাপের ভেন্যু পাল্টাতেও পারে!

স্পোর্টস ডেস্কশুরু থেকেই শোনা যাচ্ছিলো, ভারত চলতি বছরের অক্টোবরেই আয়োজন করতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু করোনা মহামারীর অনিশ্চয়তা সবসময়ই বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। তাই সর্বশেষ সিদ্ধান্তে পৌঁছাতে আগামী পহেলা জুন একটি সভায় সকল কিছু নির্ধারণ করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

অবশ্য চলতি মাসের ২৯ তারিখ ভারতীয় ক্রিকেট বোর্ড একটি বিশেষ সাধারণ সভা আয়োজন করেছে। সেখানে মূল আলোচ্য হিসেবে থাকবে টি-টোয়েন্টি কোথায় কখন হবে এবং কিভাবে আয়োজন করা হবে তার পরিকল্পনা। এমনকি করোনা মহামারী কিছুটা নিয়ন্ত্রণে এলে দর্শকবিহীন মাঠেও আয়োজিত হতে পারে টুর্নামেন্টটি।

আরো পড়ুন :  সেরা দুইয়ে থেকে প্লে-অফে কলকাতা বাদ গেল গুজরাট

বর্তমানে বিসিসিআইয়ের চিন্তা অনুসারে আয়োজনের সম্ভাব্য তারিখ ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর। তবে ২৯ মে সভায় গৃহীত সিদ্ধান্ত অনুসারেই ১ জুনের সভায় আইসিসির সামনে উপস্থাপন করবে ভারত।

ধারণা করা হচ্ছে, বিকল্প ভেন্যু হিসেবে আরব আমিরাতকে রাখা হতে পারে। তবে এখনও বিসিসিআই কর্মকর্তাদের ধারণা ভারতেই আয়োজন সম্ভব। তবে আইসিসির সভার আগে কিছুই চূড়ান্ত নয়।

আরো পড়ুন :  সেরা দুইয়ে থেকে প্লে-অফে কলকাতা বাদ গেল গুজরাট

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫০
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৭
  • ৮:০০
  • ৫:১৬