শিরোনাম:
মা হতে চলেছেন অভিনত্রী অনিতা হাসানন্দনি (ভিডিও)
News Editor
- আপডেট সময় : ০৯:০১:২০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০
- / ১১২৫ বার পড়া হয়েছে
অভিনেত্রী অনিতা হাসানন্দনি ও রোহিত রেড্ডির ঘরে আসতে চলেছে নতুন অতিথি। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এই সুখবর দিয়েছেন অনিতা ও রোহিত দুজনেই। প্রিয় অভিনেত্রীর মা হতে চলার খবরে অনিতা হাসানান্দনিকে শুভচ্ছা জানিয়েছেন তাঁর অনুরাগী ও শুভাকাঙ্খীরা।
অনিতা মা হতে চলেছেন এই জল্পনা অবশ্য বহুদিন ধরেই চলছিল।
গত ২২ অগস্ট অনিতার স্বামী রোহিত রেড্ডির পোস্ট করা একটি ভিডিয়ো দেখেই অনুরাগীরা অনুমান করে নেন অভিনেত্রী অন্তঃসত্ত্বা।
‘অনিতা অন্তঃসত্ত্বা’, অনেকেই রোহিত রেড্ডির ইনস্টাপোস্টের নিচে কমেন্ট করতে থাকেন।
জল্পনা তৈরি হলেও অনিতা ও রোহিত অবশ্য মুখে কুলুপ এঁটেছিলেন।
সব জল্পনার অবসান ঘটিয়ে শনিবার সুন্দর একটি ভিডিয়ো পোস্ট করে অনুরাগীদের সুখবর দেন অনিতা ও রোহিত।
২০২১-এ অনিতা ও রোহিতের পরিবারে আগমন হবে নতুন অতিথির।


















