অবশেষে ইউটিউবে মুক্তি পেল ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের অফিশিয়াল ট্রেলার। আগামী ১৩ অক্টোবর সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
রবিবার (১ অক্টোবর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে বায়োপিকের ট্রেলার প্রদর্শনকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এই ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, সিনেমাটি বাস্তব ইতিহাসের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে। ১৫ আগস্টের ঘটনাটি দিয়ে সিনেমা শেষ হয়েছে। খুনিরা কীভাবে ১০ বছরের রাসেলকে হত্যা করল, সেটি দেখা খুবই কষ্টকর। এটি জাতির জন্য ইতিহাসের একটি দলিল। বঙ্গবন্ধু কীভাবে জাতির রূপকার হলেন, সেটি এই সিনেমায় চিত্রায়িত হয়েছে।
পাশাপাশি এই সিনেমায় প্রত্যেক অভিনেতা-অভিনেত্রী অসাধারণ অভিনয় করেছেন বলেও জানান ড. হাছান।
বঙ্গবন্ধুর বায়োপিকটি নির্মাণ করেছেন ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল এবং অতুল তিওয়ারি। এতে বঙ্গবন্ধুর চরিত্রে পর্দায় দেখা যাবে আরিফিন শুভকে। শামা জায়দির ইংরেজি চিত্রনাট্য থেকে আসাদুজ্জামান নূরের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে সিনেমাটি।
এতে আরো অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, নুসরাত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগর।