মেক্সিকোর একটি বারে সহিংসতায় ১১ জন নিহত হয়েছেন। দেশটির মধ্যাঞ্চলীয় রাজ্য গুয়ানাজুয়াতোতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, সরকার দলগত সহিংসতা বন্ধ করার প্রতিশ্রুতি দেয়া সত্ত্বেও দেশটি রেকর্ড খুনের হারে জর্জরিত হয়ে পড়েছে।
আরও পড়ুন : আফগান সরকারের সাথে আলোচনায় তালেবানের শর্ত
গুয়ানাজুয়াতোর অ্যাটর্নি জেনারেলের দফতর এক বিবৃতিতে জানিয়েছে, রোববার ভোরে ফেরাল দেল প্রোগেসো শহরের ওই বার থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে সাতজন পুরুষ ও চারজন নারী। এছাড়া সেখানে গুলিতে আহত অপর একজন নারীকেও পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, মেক্সিকোর গাড়ি নির্মাণ শিল্পের কেন্দ্রস্থল গুয়ানাজুয়াতো অপরাধীদের সহিংসতার ক্ষেত্রে পরিণত হয়েছে। এখানে দুই অপরাধী গোষ্ঠী স্থানীয় সান্তা রোসা দে লিমা ও শক্তিশালী জালিসকো নিউ জেনারেশন কার্টেলের মধ্যে প্রায়ই প্রাণঘাতি ঘটনা ঘটছে। এর আগে, জুলাইয়ে প্রদেশটির একটি মাদক নিরাময় কেন্দ্রে বন্দুকধারীদের গুলিতে ২৪ জন নিহত হন।