DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১৯শে মে ২০২৪
ঢাকারবিবার ১৯শে মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

যৌন হয়রানির দায়ে নাইকিকে হারিয়েছিলেন নেইমার

DoinikAstha
মে ২৯, ২০২১ ১২:১৩ অপরাহ্ণ
Link Copied!

যৌন হয়রানির দায়ে নাইকিকে হারিয়েছিলেন নেইমার

স্পোর্টস ডেস্ক :তার ফুটবল প্রতিভা নিয়ে সন্দেহ নেই। দারুণ দাপটে মাতিয়ে রাখছেন ভক্তদের। কিন্তু তার শৃংখলা নিয়ে প্রশ্নটা তো অনেক পুরনো। এইতো গত বছর ফের আলোচনায় এসেছিলেন তিনি। হঠাৎ করেই নাইকির শুভেচ্ছা দূত থেকে তার সরে দাঁড়ানোর খবরটা ছড়িয়ে পড়ে। বলা হচ্ছিল, নতুন চুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছাতে না পারায় আলাদা হয় দুই পক্ষ। কিন্তু এবার ফাঁস হলো ভিন্ন তথ্য।

যুক্তরাষ্ট্রের ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ জানাল নতুন তথ্য। যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত সেই ক্রীড়াসরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে নেইমারের সম্পর্কচ্ছেদ নিয়ে যে খবর জানাল তারা তাতে হতাশই হতে পারেন ভক্তরা।

তাদের প্রতিবেদন জানাচ্ছে- নাইকির এক কর্মীকে যৌন হয়রানি করেন পিএসজির ব্রাজিলিয়ান মহা তারকা। একজনের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে নিউইয়র্কে নাইকির এক অনুষ্ঠানে এসেছিলেন নেইমার। সে সময় হোটেলে নিজের রুমে জোর করে সেই কর্মীকে যৌন হয়রানি করেন এই ফুটবলার।

আরো পড়ুন :  সেরা দুইয়ে থেকে প্লে-অফে কলকাতা বাদ গেল গুজরাট

তারপরই বন্ধুদের ও সহকর্মীদের সেই দিনের কথা জানান নাইকির সেই মহিলা কর্মী। ২০১৮ সালে এ নিয়ে অভিযোগ করেন তিনি। পরের বছর বাইরের একটি আইনি প্রতিষ্ঠানকে এই অভিযোগ তদন্তের দায়িত্ব দিয়েছিল নাইকি। প্রতিষ্ঠানটির জেনারেল কাউন্সেল হিলারি ক্রেন এ নিয়ে বলেন, ‘বিশ্বাসযোগ্য অভিযোগের পরই শুরু হওয়া তদন্ত কার্যক্রমে সাহায্য করতে নেইমার অস্বীকৃতি জানানোয় নাইকি তার সঙ্গে সম্পর্কচ্ছেদ করে।’

তদন্ত শুরু হতেই নাইকির বিপণন ও প্রচারে আর দেখা যায়নি নেইমারকে। এরপর গত বছর আনুষ্ঠানিকভাবে ১৫ বছরের সম্পর্কের ইতি টানে দুই পক্ষ। তবে নেইমার দ্রুত পেয়ে যান আরেক স্পন্সর। আরেক ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান পিউমার সঙ্গে চুক্তি করেন ব্রাজিলিয়ান সুপার স্টার।

অবশ্য নেইমারের এক মুখপাত্র জানান, নাইকির সঙ্গে পিএসজি তারকার চুক্তি বাতিলের কারণ যৌন হয়রানির অভিযোগ ছিল না। তার দাবি বাণিজ্যিক কারণে নাইকি নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করেছিল!

আরো পড়ুন :  সেরা দুইয়ে থেকে প্লে-অফে কলকাতা বাদ গেল গুজরাট

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫০
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৭
  • ৮:০০
  • ৫:১৬